ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে কিশোরগঞ্জ ওয়ালী নেওয়াজ খান কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) ওয়ালী নেওয়াজ খান কলেজ ক্যাম্পাসে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।ওয়ালী নেওয়াজ খান কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক তাসফির ইসলাম প্রিময় সভাপতিত্বে ও সদস্য সচিব রাসেল আহমেদ জীবনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হামিদুর রহমান নিশান, ফারদিন আহমেদ শ্রাবন, রোমান মিয়া, বাবুল ভূইয়া প্রমুখ।এ সময় বক্তারা বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজ হত্যার পরে দেশের একটি গুপ্ত সংগঠন তাকে ইভটিজার বানানোর অপচেষ্টা করেছিল। তারাই ঢাবির সাম্য হত্যার পরে তাকে মাদক সেবনকারী বানানোর অপচেষ্টা করছে। একইসাথে তারা কেন্দ্রীয় ছাত্রদলের নারী নেত্রীদেরকে নিয়ে অশোভন মন্তব্যে করে যাচ্ছে।তারা আরও বলেন, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এসকল গুপ্ত সংগঠনকে হুশিয়ারি করে বলতে চাই তারা বেশি বাড়াবাড়ি করলে তাদেরকে ছাত্রদল দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত।উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৩ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালীমন্দিরের উত্তর পাশে পুরোনো ফোয়ারার কাছে সাম্যকে কুপিয়ে হত্যা করা হয়।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েল – হেজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা জানা যাচ্ছে
ইসরায়েল – হেজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা জানা যাচ্ছে

লেবাননে এখন সকাল। যার অর্থ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঘোষিত ইসরায়েল-হেজবুল্লাহ যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হওয়ার কথা। তবে ইসরায়েল সতর্ক করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন