নেত্রকোনায় ৮ বছরের নিজ সন্তানকে হত্যার দায়ে মো. এরশাদ মিয়াকে (৩৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত।  বুধবার (১৪ মে) বিকালে জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় দেন জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান। মোট ১৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন। দন্ডপ্রাপ্তকে যাবজ্জীবন তৎসহ ২০ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। দন্ডপ্রাপ্ত এরশাদ মিয়া সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের (মোড়ল পাড়া) মো. আব্দুল জব্বার মুন্সির ছেলে।আদালত সূত্রে জানা যায়, এরশাদ মিয়ার সাথে ময়মনসিংহের গৌরিপু্রের সাততী গ্রামের মতিউর রহমানের মেয়ে আফরোজা আক্তারের বিয়ে হয় ঘটনার ১০ বছর আগে। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান হয়। দ্বিতীয় সন্তান জন্মের পরপরই মারা যায়। কিন্তু পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রী আলাদা হয়ে পড়েন। স্বামী স্ত্রীর খোঁজ খবর নিতো না। পরে আফরোজা আক্তারের ছেলে সাখাওয়াত হোসেন আরাফকে নিয়ে কান্দুলিয়া এলাকায় মামার বাড়িতে সেলাই মেশিনের কাজ করে জীবন চালাতেন। গত ২০২০ সনের ১০ নভেম্বর স্বামীকে তালাক দেন। এরশাদ তালাকপ্রাপ্ত হয়ে গত ২০২১ সালের ১৬ জানুয়ারি স্বপ্ননীড় গার্মেন্টসে কাজ করার সময় এরশাদ ওই বাড়িতে গিয়ে দরজা আটকিয়ে ছেলেকে হত্যা করে। সেই সাথে নিজেও গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। প্রতিবেশিরা টের পেয়ে দরজা খুলতে অনুরোধ করে। না খোলায় পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে এরশাদকে আটক করে এবং ছেলের মরদেহ উদ্ধার করে। এরপর স্ত্রী বাদী হয়ে মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১৫ এপ্রিল চূড়ান্ত চার্জশিট দাখিল করলে আদালত সকল স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।   এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংস্কার হচ্ছে কার জন্য, অন্তর্বর্তী সরকারকে পার্থ
সংস্কার হচ্ছে কার জন্য, অন্তর্বর্তী সরকারকে পার্থ

জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক পথে ফিরিয়ে আনা Read more

ফিরে দেখা নওগাঁর সাহসী ভূমিকা: জুলাই গণঅভ্যুত্থানের গর্বিত অধ্যায়
ফিরে দেখা নওগাঁর সাহসী ভূমিকা: জুলাই গণঅভ্যুত্থানের গর্বিত অধ্যায়

জুলাই বিপ্লব একটি গণতান্ত্রিক গণঅভ্যুত্থান যা ২০২৪ সালের ৫ জুন থেকে ৫ আগস্ট পর্যন্ত অগণিত প্রাণ বিসর্জন দেয়ার মধ্য দিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন