জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ যুবদল কর্মীদের পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগের সমর্থকরা।সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের পারপারা গ্রামের তেঁতুলতলা মোড়ে এঘটনা ঘটে। এতে ছাত্রদল সভাপতি ও যুবদল কর্মী সহ ৬ জন আহত হয়েছে। আহতরা হলেন- ভাটারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নাহিদ (২৫), ৩নং ওয়ার্ড যুবদল নেতা আলমগীর হোসেন (৪০), সোহেল রানা (৩৫), কবির হোসেন (৩০), গোলাম রব্বানী (৪০) সহ ছাত্রদল কর্মী জুয়েল রানা (২২)। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে এবং বাকীরা প্রাথমিক চিকিৎসা নেন। তারা সকলেই ভাটারা ইউনিয়নের চর হরিপুর ও কালাইছাড়া গ্রামের বাসিন্দা। আহত ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর ভাটারা পারপাড়া মোড় এলাকায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সাংগঠনিক ও এলাকায় মাদক ও মাদক কারবারিদের তাণ্ডব বেড়ে যাওয়ায় মাদক বিরোধী প্রতিকার ও প্রতিরোধ বিষয়ক আলোচনা শেষ করে বাড়ী ফিরছিলেন। তারা যখন পারপারা গ্রামের তেঁতুলতলা এলাকায় পৌচ্ছায় তখন অতর্কিতভাবে তাদের উপর আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ এর নেতৃত্বে সঙ্গবদ্ধ আওয়ামী লীগ সমর্থকরা হামলা করে।এ সময় বাঁশের লাঠি, লোহার রড ও জিআই পাইপ দিয়ে তাদেরকে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করে দুইটি মোটরসাইকেল ও দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। পরে আহতদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।আহত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নাহিদ বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ও সমর্থকরা চরম বেকায়দায় পড়ে। এমতাবস্থায় তারা নিজেদের বাঁচাতে ইউনিয়ন বিএনপির একাংশের সাথে গোপনে একত্বতা করে। এরপর ওই একাংশ নিজেদের দলীয় কোন্দলে ও আধিপত্য বিস্তারে তাদেরকে ব্যবহার করে। আজ আ.লীগের কর্মীরা আমাদের উপর হামলা করেছে এঘটনায় আমরা বিচার চাই।এ ব্যাপারে ভাটারা ইউনিয়ন যুবদলের সভাপতি আনিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমি অবগত নই। বিষয়টি আমি আগে জানি, তারপর সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব।এঘটনায় ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির খান মুঠোফোনে বলেন, ‘আমি যতটুকু শুনেছি, এটি কোন রাজনৈতিক বিষয় না। এটি তাদের পারিবারিক ও সামাজিক বিষয়। বেশ কিছুদিন ধরে তারা মাটি বাণিজ্যকে কেন্দ্র করে বিরোধ করে আসছে। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব দলীয় কিনা। আর আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত একটি দল এ দলের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই।এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদ হাসান বলেন, এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এইচএসসির স্থগিত বিষয়গুলোর পরীক্ষা ৫০ নম্বরে, পরীক্ষা পেছাবে
এইচএসসির স্থগিত বিষয়গুলোর পরীক্ষা ৫০ নম্বরে, পরীক্ষা পেছাবে

এইচএসসি ও সমমান পরীক্ষার স্থগিত বিষয়গুলোতে ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রেমিকার সঙ্গে ‘রঙিন মুহুর্ত’ ফেলে আসা ইয়ান ইউরো ছাড়লেন হতাশায়
প্রেমিকার সঙ্গে ‘রঙিন মুহুর্ত’ ফেলে আসা ইয়ান ইউরো ছাড়লেন হতাশায়

ইউরোর মৌসুম তখন দরজায় কড়া নাড়ছে। ক্লাব ফুটবলের ব্যস্ততা নেই। ডাচ লেফট ব্যাক ইয়ান মাতসেন তখন ব্যস্ত প্রেমিকাকে নিয়ে।

পুলিশ স্বামীর পরকীয়ায় জীবন গেল গৃহবধূর, শাস্তির দাবীতে মানববন্ধন
পুলিশ স্বামীর পরকীয়ায় জীবন গেল গৃহবধূর, শাস্তির দাবীতে মানববন্ধন

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নে গৃহবধূ তামান্না হত্যার বিচারের দাবী ও হত্যায় জড়িত পুলিশ সদস্য স্বামী ও তার পরিবারের সদস্যদের Read more

মাদারীপুরে হাসপাতালে ইতালি প্রবাসীর লাশ রেখে স্ত্রী উধাও
মাদারীপুরে হাসপাতালে ইতালি প্রবাসীর লাশ রেখে স্ত্রী উধাও

মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হালিম খান নামে এক ইতালি প্রবাসীর লাশ ফেলে রেখে উধাও হয়ে গেছে স্ত্রী ও শশুর Read more

কৃষি গুচ্ছে টানা নেতৃত্ব দিতে চায় বাকৃবি দ্বিমত শেকৃবির
কৃষি গুচ্ছে টানা নেতৃত্ব দিতে চায় বাকৃবি দ্বিমত শেকৃবির

আগামী পাঁচ বছর টানা গুচ্ছ ভর্তি পরীক্ষায় নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। তবে এই প্রস্তাবে দ্বিমত পোষণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন