ভ্যানগাড়ি চালক হতদরিদ্র নুরুল ইসলাম (৪০)। মরণব্যাধি গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে ধুঁকে ধুঁকে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেননা। ‘আমি বাঁচতে চাই, আমাকে সাহায্য করুন’ এভাবেই বাঁচার আকুতি জানিয়েছেন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত  চালক নুরুল ইসলাম। ভয়াবহ এই রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় চিকিৎসা খরচ মিলাতে পারছে না। যার কারণে তিনি বাঁচার জন্য সমাজ ও রাষ্ট্রের বিত্তবান লোকদের সহযোগিতা চেয়েছেন। নুরুল ইসলাম ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে।২ ছেলে, ২ মেয়ে,স্ত্রী ও মাকে নিয়ে তার অভাবের সংসার।সরেজমিন নুরুল ইসলামের বাড়িতে  গিয়ে দেখা যায়, বিছানায় শোয়ে আছেন নুরুল ইসলাম। তীব্র ব্যথায় কাতরাচ্ছেন। মাথার পাশে বসে আছেন তার বৃদ্ধা মা, স্ত্রী ও সন্তান।নুরুল ইসলামের সাথে কথা বলে জানা যায়,তার অভাবের সংসার। তিনি ভ্যানগাড়ি চালাতেন। গত একবছর ধরে তিনি গলার ক্যান্সারে আক্রান্ত। শুরুতে নিজের জমানো সামান্য টাকা ও প্রতিবেশীদের সহায়তায় চিকিৎসা করেছেন। কিন্তু তাঁর চিকিৎসার জন্য প্রয়োজন মোটা অংকের টাকা। যা তাঁর পরিবারের পক্ষে যোগান অসম্ভব। টাকার অভাবে চিকিৎসা করতে পারছেননা।ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর ভ্যানগাড়ি চালক নুরুল ইসলাম কাজ করতে পারছেন না। নুরুল ইসলামের স্ত্রী রোমেলা খাতুন গার্মেন্টসে কাজ করে পরিবারের ৭ সদস্যের জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু এলাকার স্থানীয় লোকজনের সাহায্য-সহযোগিতায় এতদিন কোনভাবে চিকিৎসার ব্যয় বহন করছেন। কিন্তু অর্থের অভাবে এখন চিকিৎসা বন্ধ রয়েছে। প্রতিবেশী স্থানীয় খারুয়া ইউনিয়নের কাজী মাওলানা আব্দুস সাত্তার বলেন, হতদরিদ্র নুরুল ইসলাম ক্যানসারে আক্রান্ত হয়ে আজ মৃত্যুর পথে। নিদারুণ কষ্ট করছে সে।অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেনা। আমরা কিছু অর্থ দিয়েছি তার চিকিৎসা করার জন্য।থাকার জন্য একটি বসতঘর বেঁধে দিয়েছি।সরকার ও সমাজের বিত্তবানদের আহবান জানাই ক্যানসারে আক্রান্ত নুরুল ইসলামের পাশে দাঁড়ান।তাকে বাঁচতে সাহায্য করুন।নুরুল ইসলামের স্ত্রী রোমেলা খাতুন বলেন, ক্যান্সারে আক্রান্ত হয়ে আমার স্বামী আজ মরণের পথে।টাকার অভাবে চিকিৎসা করতে পারছিনা। ৭ জনের অভাবের সংসারে জোটছেনা খাবার।আমি সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চাই।আমার স্বামীকে বাঁচান।চিকিৎসার জন্য সবার সহযোগিতা চেয়ে নুরুল ইসলাম বলেন, ভ্যানগাড়ি চালিয়ে আমার সংসার চলতো।এখন আর গাড়ি চালাইতে পারিনা। পরিবার নিয়া খুব কষ্টে আছি।প্রতিবেশীদের সহায়তায় সামান্য চিকিৎসা করছি। এখন টাকার অভাবে চিকিৎসা বন্ধ। ‘ক্যানসারের চিকিৎসা  অত্যন্ত ব্যয়বহুল। চিকিৎসা করার সামর্থ্য নেই আমার। তাই সবার কাছে সহযোগিতা কামনা করেছেন তিনি।নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, নুরুল ইসলামের সাথে যোগাযোগ করে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব তাকে অবশ্যই সহযোগীতা করবো। যদি কোন বিত্তবান হতদরিদ্র নুরুল ইসলামকে সাহায্য করতে চান তাহলে তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব। রোগীর নগদ নম্বর দেয়া হলো,  নগদ নাম্বার ০১৭৪১৩৫৭২৪৪। প্রতিনিধির সাথে যোগাযোগের নাম্বার ০১৭৪২৫৫৬৬৮৭ ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শা সীমান্ত থেকে আটক আওয়ামী লীগ নেতা কিরণ
শার্শা সীমান্ত থেকে আটক আওয়ামী লীগ নেতা কিরণ

যশোরের শার্শা সীমান্ত থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুর রহমান কিরণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বরিশালে মহাসড়কে ঝরল দুই প্রাণ
বরিশালে মহাসড়কে ঝরল দুই প্রাণ

ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) দিনগত রাত ১টার দিকে গৌরনদী উপজেলার মদিনা বাসস্ট্যান্ড এলাকায় Read more

হাজারো স্বপ্ন নিয়ে হলে ফিরছেন শিক্ষার্থীরা
হাজারো স্বপ্ন নিয়ে হলে ফিরছেন শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের আন্দোলন দমাতে নিরাপত্তার অজুহাতে গত ১৭ জুলাই হল বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মানুষের অধিকার হরণে দায়ী সাংবাদিকদের ক্ষমা চাইতে হবে
মানুষের অধিকার হরণে দায়ী সাংবাদিকদের ক্ষমা চাইতে হবে

বিগত ১৫ বছরে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকতা মানুষের অধিকার হরণ করেছে। এর জন্য দায়ী সাংবাদিকদের ক্ষমা চাইতে হবে। তাহলে জনগণের আস্থা Read more

যশোর-সাতক্ষীরা সীমান্ত পাহারায় নতুন যেসব ব্যবস্থা নিয়েছে বিএসএফ
যশোর-সাতক্ষীরা সীমান্ত পাহারায় নতুন যেসব ব্যবস্থা নিয়েছে বিএসএফ

ভারত-বাংলাদেশের যে সীমান্তে কাঁটতারের বেড়া দেওয়া যায়নি, সেখানে পাহার দেওয়ার নানা নতুন পদ্ধতি বার করেছে বিএসএফ।

এস আলমের ২০০ একর জমি জব্দের আদেশ
এস আলমের ২০০ একর জমি জব্দের আদেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ১৮০ কোটি ৬১ লাখ টাকা মূল্যের ২০০ একর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন