সমসাময়িক ইস্যুতে নিজের স্পষ্ট অবস্থান জানাতে পিছপা হন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন। প্রতিবাদী কণ্ঠস্বর, সাহসী অবস্থান আর স্পষ্ট বক্তব্যের জন্য বহুবার হয়েছেন আলোচনায়। আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর অধিকার নিয়ে কথা বলেছেন তিনি। বাঁধন তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি, কিন্তু আমি সেখানে মরতে রাজি নই। আমি এমন পৃথিবী দেখতে চাই না, যেখানে অধিকার নির্ধারিত হবে ক্ষমতার ভিত্তিতে, আর স্বাধীনতা হবে শর্তসাপেক্ষ। আমি এমন ভবিষ্যতে বিশ্বাস করি, যেখানে প্রতিটি মানুষের কথা বলার অধিকার থাকবে, থাকবে নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা—যা কেড়ে নেওয়ার অধিকার কারো নেই।’সম্প্রতি বেশ কয়েকটি স্ট্যাটাসেই উঠে এসেছে বাঁধনের প্রতিবাদী কণ্ঠ। হঠাৎ কেন এমন উপলব্ধি তার? অভিনেত্রী বললেন, ‘এটা আমার আজকের উপলব্ধি নয়। সব সময়ের। এমন সমাজেই কিন্তু আমরা বসবাস করি। বড় হয়েছি। এ ধরনের পরিবারে আমি বেড়ে উঠেছি। এমন নয় যে আমার পরিবার খুবই প্রোগ্রেসিভ চিন্তাভাবনার। আমার পরিবারও পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার একটা অংশ। আমার পরিবার, আমার বাচ্চা, বাচ্চার বাবা—সব মিলিয়ে এমন উপলব্ধি।’কথা প্রসঙ্গে বাঁধন বললেন, ‘আমার মনে হয়, প্রত্যেকটা মেয়ে প্রতিটা মুহূর্তে অনুভব করে, তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। হচ্ছেও। নারীদের দমিয়ে রাখার এই চেষ্টা হয়ে আসছে সব সময়। আগে হয়তো কেউ বলত না সেভাবে, এখন সমস্যাগুলো প্রকাশ্যে আসছে। নারী তার অধিকার চাচ্ছে, আবার মানুষেরাও নারীর প্রতি বিদ্বেষ প্রকাশ করছে। আমি চাই যে আমার মেয়ে এই দেশের আলো–বাতাসে বেড়ে উঠবে। আমার জীবদ্দশায় দেখতে চাই, আমাদের দেশটা সাম্যের, সৌহার্দ্যের, সম্প্রীতির হবে। নারী-পুরুষ বা অন্য কোনো লিঙ্গের মানুষে কোনো বৈষম্য থাকবে না। মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা হবে। মানুষকে মর্যাদা দেওয়া হবে। মানুষ তার অধিকার পাবে। স্বাধীনতা পাবে। আমিও আশা করি, সেই সমাজ আমরা পাব।’বাঁধন বললেন, ‘সোশ্যাল মিডিয়াতে আমাকে অনেকে বলে, মন্তব্যের ঘর বন্ধ করে রাখতে; কিন্তু আমি তা করিনি। করতে চাইও না। আমাকে অনেকে এ–ও বলেছে, এত বাজে বাজে মন্তব্য। কুৎসিত সব কথাবার্তা। বিকৃত মন্তব্য—পড়ে দেখলে বোঝা যায়। আমি বন্ধ করি না আসলে এই কারণে, আমরা কোন সমাজব্যবস্থায় বাস করি, সেটার একটা প্রতিপলন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ পায়। মানুষ কী চিন্তা করছে, প্রকাশ্যে বলতে না পেরে অনেকে ফেক আইডি দিয়ে ফেসবুকে লিখছে। মানুষের প্রতি বিদ্বেষ, বিশেষ করে নারীর প্রতি বিদ্বেষ সেটি প্রকাশ করছে। এসব আমি দেখতে চাই। প্রমাণও রেখে দিতে চাই যে কেমন সমাজে বাস করি।’কীভাবে এখান থেকে উত্তরণ সম্ভব, জানতে চাইলে বাঁধন বললেন, ‘আমাদের চারপাশে সামাজিক প্রতিবন্ধকতা প্রচুর আছে। আছে আইনি প্রতিবন্ধকতাও। এসব দূর করতে হবে সবার আগে। এ ক্ষেত্রে রাষ্ট্রের দায়টা সবচেয়ে বেশি। রাষ্ট্রের উচিত, সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ দেখানো। এরপর মানুষকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রের সঙ্গে মানুষের সম্পর্কটা সম্পূরক। সত্যি বলতে, নারী সংস্কার কমিশনে যে প্রস্তাব রয়েছে, তা আমি জানি এবং সেগুলোর বেশির ভাগের সঙ্গে আমি একমত। এগুলোর প্রয়োগে সমাজে ইতিবাচক কিছু ঘটবে বলে বিশ্বাস করি।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাওনা টাকা চাওয়ায় গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
পাওনা টাকা চাওয়ায় গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় পাওনা টাকা ফেরত চাওয়ায় আরব শেখ (৩৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।শনিবার Read more

আজ ২৫ মার্চ, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৫ মার্চ, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আরজি কর হাসপাতালে অভিযুক্ত ধর্ষকের ভয়ঙ্কর তথ্য প্রকাশ বন্ধুর
আরজি কর হাসপাতালে অভিযুক্ত ধর্ষকের ভয়ঙ্কর তথ্য প্রকাশ বন্ধুর

ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে নারী চিকিৎসক খুনে গ্রেপ্তার সঞ্জয় রায়ের অতীত জীবনের ভয়ঙ্কর তথ্য তুলে ধরেছেন তারই এক বন্ধু। Read more

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার
ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার

নওগাঁর ধামইরহাট সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে ১৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) ভোরে উপজেলার সীমান্তবর্তী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন