টাঙ্গাইলের মির্জাপুরে চার ইটভাটার বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় ১৫ একর জমির ধান পুড়ে নষ্ট হয়েছে। এতে করে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার প্রায় শতাধিক কৃষক। এমন ঘটনা ঘটেছে উপজেলার বহুরিয়া ও পাথালিয়াপাড়া এলাকায়।জানা যায়, উপজেলার বহুরিয়া ও গোড়াই ইউনিয়নে তিন ফসলি জমিতে আরবিসি, বাটা, এমএসবি, এইচইউবি, বিএন্ডবি, রান ও সানসহ ৭টি ইটভাটা নির্মাণ করেন। স্থাপিত নতুন ৭টি ইটভাটার অনুমোদন না থাকায় পরিবেশ অধিদপ্তর চারবার বিপুল পরিমাণ জরিমানা, সম্পূর্ণ চিমনি গুড়িয়ে দেয়াসহ ইটভাটাগুলো বন্ধের নির্ধেশনা দেয়া হয়। সবশেষ পরিবেশ অধিদপ্তর বাদী হয়ে ৬ভাটার বিরুদ্ধে মামলা করেন। কিন্তু ইটভাটার মালিকরা অস্থায়ী চিমনি তৈরি করে ইট প্রস্তুত অব্যাহত রেখেছেন। বহুরিয়া ও পাথালিয়াপাড়া এলাকার কৃষক-কৃষাণী শরিফ উদ্দিনের স্ত্রী শিরিন সুলতানা, জুয়েল মিয়া, রাজিয়া, খোরশেদ সিকদার ও তাসলিমা বেগম অভিযোগ করেন, এমএসবি, আরবিসি ও বাটা, এইচইউবি নামক ইটভাটার আগুন নেভানোর সময় নির্গত বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় বাহিরে ছাড়ায় ১৫ একর জমির ধান পুড়ে যায়। কয়েকদিন পরে এই ধান কৃষকদের ঘরে ওঠানোর কথা। চারটি ইটভাটা নির্মাণের ফলে ওই এলাকার কৃষি জমি এখন নেই। ধানের ক্ষতিপূরণ হিসেবে ইটভাটার মালিক অনেককে ক্ষতিপূরণের টাকা দিয়েছেন কিন্তু তা ক্ষতির তুলনায় একেবারেই কম। ইটভাটার বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় এলাকার ৫টি প্রজেক্টের সাইফুল, বদু, আনন্দ রাজবংশী, বাছেদসহ প্রায় শতাধিক কৃষকের ক্ষেতের ধান নষ্ট হয়ে গেছে। ইটভাটার ধোঁয়ায় এলাকার কৃষি আবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে, গাছের ফল নষ্ট হয়ে যাচ্ছে।বাটা ইটভাটার মালিক আকবর বলেন, আমার ভাটার এরিয়াতে যতটুকু পড়েছে তাদের টাকা দেয়া হয়েছে। তবে কত টাকা শতাংশ দেয়া হয়েছে তা তিনি জানাতে পারেনি।এমএসবি ইটভাটার মালিক ফরিদ বলেন, আমি প্রজেক্টের লোকদের মাধ্যমে এপর্যন্ত ১২ একর জমির ক্ষতিপূরণ দিয়েছি। এরমধ্যে ৫৩৯ শতাংশ জমির জন্য ক্ষতিপূরণ হিসেবে শতাংশ প্রতি ৫শত টাকা ও কিছুলোকদের সর্বনিম্ন ২শত টাকা করে দিয়েছি।বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি কিন্তু আমার কি করার আছে এ বিষয়ে প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নিবে।এব্যাপারে উপজেলা কৃষি অফিসার মাহমুদা খাতুন জানান, কৃষি বিভাগের প্রত্যয়নপত্র ছাড়াই ওই ইটভাটাগুলো পরিচালিত হচ্ছে। উপ-সহকারী কৃষি অফিসারের মাধ্যমে বিষাক্ত গ্যাসে ধান পুড়ে যাওয়ার বিষয়টি জেনেছি। উপজেলা পরিষদের মিটিংয়ে ইউএনও মহোদয়কে জানানো হয়েছে। ভবিষ্যতে ওই জমিতে কৃষি আবাদের সম্ভাবনা কম। কৃষকরা লিখিত অভিযোগ দিলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজও ১০০ প্রাণ ঝরল গাজায়
আজও ১০০ প্রাণ ঝরল গাজায়

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এর ফলে অবরুদ্ধ এই Read more

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে আসছে নতুন সুবিধা
হোয়াটসঅ্যাপের ভিডিও কলে আসছে নতুন সুবিধা

হোয়াটসঅ্যাপে ভিডিও কল করলে প্রস্তুতি না থাকায় চেহারা নিয়ে অনেক সময় বেশ বিব্রত হতে হয়। এ সমস্যা সমাধানে ফোনের ক্যামেরা Read more

গোয়েন্দার জালে গ্রেপ্তার ভয়ঙ্কর প্রতারক সিকদার লিটন কারাগারে
গোয়েন্দার জালে গ্রেপ্তার ভয়ঙ্কর প্রতারক সিকদার লিটন কারাগারে

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়ঙ্কর প্রতারক ও বিভিন্ন মামলার আসামি সিকদার লিটনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে আলফাডাঙ্গা থানার একটি বিস্ফোরক Read more

মিনিবাস-সিএনজি সংঘর্ষে শিশু নিহত, বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মিনিবাস-সিএনজি সংঘর্ষে শিশু নিহত,  বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

গাজীপুর মহানগরের বাসন থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টিএন্ডটি তেলিপাড়া এলাকায় মিনিবাস-সিএনজি (থ্রী-হুইলার) সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত আরো অন্তত চারজন। Read more

উলিপুরে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন, দিশাহারা নদ তীরবর্তী মানুষজন!
উলিপুরে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন, দিশাহারা নদ তীরবর্তী মানুষজন!

কুড়িগ্রামের উলিপুরে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন দেখা দিয়েছে। এতে দিশাহারা হয়ে পড়েছে নদ তীরবর্তী মানুষজন। গত তিনদিনে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের Read more

‘গ্রেপ্তার বাণিজ্যের প্রমাণ পেলে সর্বোচ্চ শাস্তি’
‘গ্রেপ্তার বাণিজ্যের প্রমাণ পেলে সর্বোচ্চ শাস্তি’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার বলেছেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি গ্রেপ্তার বাণিজ্যের প্রমাণ পাওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন