মাগুরায় শহরের ভিটাসাইর এলাকায় সুন্নতে খতনা অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিএনপি কর্মীদের হামলার শিকার হয়েছেন মাগুরা পৌরসভার সাবেক কাউন্সিলর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মীর শহীদুল ইসলাম বাবু। গুরুতর জখম অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিন আওয়ামী লীগ কর্মীদের হামলায় জেলা যুবদল নেতা হাসান বিশ্বাসের মৃত্যুর ঘটনার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।এলাকাবাসী জানান, শুক্রবার মাগুরা শহরের কাজী টাওয়ারের কসমেটিক্স ব্যবসায়ী রাজু মোল্যার ছেলের সুন্নতে খতনা উপলক্ষে ভিটাসাইর গ্রামের বাড়িতে অতিথি আপ্যায়নের আয়োজন করা হয়। নিমন্ত্রিত অতিথি হিসেবে মীর শহীদুল ইসলাম বাবু দুপুর ২টার দিকে ওই বাড়িতে পৌঁছলে তার ওপর হামলার ঘটনা ঘটে।মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের প্রয়াত যুগ্ম সাধারণ সম্পাদক হাসান বিশ্বাসের ছেলে শাহী বিশ্বাসসহ বেশ কয়েকজন ধারালো দা নিয়ে তার ওপর হামলা চালায়। ঘটনার পর মাগুরা সদর থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।তবে বিকাল ৪টার দিকে হাসপাতালে গিয়ে আহত মীর বাবুকে পাওয়া যায়নি। ছাড়পত্র ছাড়াই পরিবারের লোকজন তাকে অন্যত্র সরিয়ে নিয়ে গেছেন বলে হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়েছে। তার হাত এবং পিঠে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়েছে বলে জানা গেছে।ভিটাসাইর গ্রামের বিএনপি কর্মী মহব্বত আলী বলেন, ২০১৮ সালের সংসদ নির্বাচনের দিন বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে নির্বাচনী কাজে অংশ নেওয়ায় গ্রামের স্কুলের সামনে আওয়ামী লীগ নেতা বাবু মীরের নেতৃত্বে যুবদল নেতা হাসান বিশ্বাসের ওপর হামলা চালানো হয়। বিনা চিকিৎসায় পরে তার মৃত্যু হয়। যার ক্ষোভ থেকে এ হামলার ঘটনা ঘটেছে।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাগুরা পৌরসভার সাবেক কাউন্সিলর মীর শহীদুল ইসলাম বাবুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি।সরকার পতনের পর আওয়ামী লীগ নেতা মাগুরা পৌরসভার সাবেক কাউন্সিলর মীর শহীদুল ইসলাম বাবুর নামে দুটি নাশকতার মামলা থাকলেও ইতোমধ্যেই তিনি ওই দুটি মামলায় আটকের পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্দোলনে নিহত শিক্ষার্থী ফরহাদ স্মরণে চবিতে দোয়া মাহফিল
আন্দোলনে নিহত শিক্ষার্থী ফরহাদ স্মরণে চবিতে দোয়া মাহফিল

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মো. ফরহাদ হোসেন স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সুন্দরবনের পূর্বাঞ্চলে হরিণ শিকারের ৬ শতাধিক ফাঁদ উদ্ধার
সুন্দরবনের পূর্বাঞ্চলে হরিণ শিকারের ৬ শতাধিক ফাঁদ উদ্ধার

সুন্দরবনের পূর্বাঞ্চলে হরিণ শিকারের নিষ্ঠুরতা যেন কোনোভাবেই থামছে না। একের পর এক অভিযানে শত শত ফাঁদ উদ্ধার হলেও শিকারি চক্রের Read more

সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ২ হাজার কোটি টাকার ঘরে
সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ২ হাজার কোটি টাকার ঘরে

ড. মুহাম্মদ ইউনূ‌সের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের খবরে দেশের পুঁজিবাজার প্রাণ ফিরে পেয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন