বাঘাইছড়ি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস হল রুমে, কৃষি সম্প্রসারন অধিদপ্তর বাঘাইছড়ি এর আয়োজনে ২০২৪-২০২৫ অর্থবছরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এক দিনব্যাপি কৃষক কৃষাণী-প্রশিক্ষণ ও উন্নত জাতের লেবু চারা এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়।এসময় একটি পৌরসভা ও আট’টি ইউনিয়ন থেকে মোট ৩০ জন কৃষক-কৃষাণী এ প্রশিক্ষণ গ্রহণ করে। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃমনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিদ্বার্থ রায়সহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।এসময় কৃষি উদ্যোক্তা ও উত্তম কৃষি চর্চা অনুসরণ করে কৃষি পন্য উৎপাদনের উপর আলোচনা করে প্রশিক্ষকগন।এসআর
Source: সময়ের কন্ঠস্বর