দিনদিন এলাকায় বেড়েছে মাদকাসক্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে মাদককে না বলতে ও মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে একাট্টা হওয়ার ঘোষণা দিয়েছেন সচেতন এলাকাবাসী। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফলিয়া ও পানিপাড়া গ্রাম সহ আশপাশের গ্রামে দিনে দিনে ছড়িয়ে পড়ছে মাদক ব্যবসা ও মাদকসেবন।তাই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে রবিবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে ফলিয়া বাজারে অনুষ্ঠিত হয় গ্রামবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা। সেখানেই মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে একাট্টা হওয়ার ঘোষণা দেন সচেতন এলাকাবাসী। এমনকি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করে পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও থানা অফিসার ইনচার্জকে চিঠি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন তারা। মতবিনিময় সভায় গ্রামের সর্বজন মুরব্বি বীর মুক্তিযোদ্ধা আক্তার খালাসীর সভাপতিত্বে ও বিশিষ্ট রাজনীতিবিদ আহমেদ সিকদারের পরিচালনায় বক্তব্য দেন, জিয়াউল হাসান নান্টু, ইমরুল হাসান, এম এম জামসেদ হোসেন নয়ন, খবির মিয়া, মনিরুজ্জামান মনির ও মাওলানা আব্দুর রহমান প্রমুখ। সভায় দুই গ্রামের বিভিন্ন বয়সী কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।স্থানীয়রা বলেন, এলাকায় দিনদিন মাদকে ছেঁয়ে গেছে। বিশেষকরে বারাশিয়া নদীর বেড়িবাঁধসহ বিভিন্নস্থানে প্রকাশ্যে বসে জুয়া ও মাদকের রমরমা আসর। উঠতি বয়সের যুবক ও তরুণরা এ আসরে প্রতিদিন বসেন। এমনও হয়েছে, মাদকের টাকার জোগার করার জন্য এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে তারা। তাদেরকে মাদক থেকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা সফল হয়নি। তাই আমরা এলাকার বিভিন্ন বয়সী সচেতন মানুষকে নিয়ে মাদক নির্মূল কমিটি ঘোষণা করেছি। কমিটির সদস্যরা প্রতিদিন ও রাতে এলাকায় মাদকের সম্ভাব্য স্থানে পাহাড়া দিবেন।মাদক ব্যবসায়ীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে সভায় বক্তারা বলেন, আগামীতে মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে কঠোরভাবে অবস্থান নিয়ে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পুলিশকে আরও তৎপর হয়ে দায়িত্ব পালন ও  সবাইকে যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানানো হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৪ ঘণ্টার ধর্মঘটে ভারতের চিকিৎসকরা
২৪ ঘণ্টার ধর্মঘটে ভারতের চিকিৎসকরা

কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে তোলপাড় গোটা ভারত।

ভারতের কেরালায় মারাত্মক ভূমিধসে অন্তত ৮০ জনের মৃত্যু
ভারতের কেরালায় মারাত্মক ভূমিধসে অন্তত ৮০ জনের মৃত্যু

কেরালার ওয়েনাড অঞ্চলে মঙ্গলবার ভোর রাতে তিনটি ভূমিধসে ভারতীয় সময় বেলা তিনটে পর্যন্ত অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ Read more

রোববার সারা দেশে জমায়েত, সোমবার শোক মিছিল করবে আ.লীগ
রোববার সারা দেশে জমায়েত, সোমবার শোক মিছিল করবে আ.লীগ

রোববার ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে এবং বাংলাদেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত। আর ৫ আগস্ট আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে Read more

পাকিস্তানে হামলার পর ভারতীয় রুপির পতন
পাকিস্তানে হামলার পর ভারতীয় রুপির পতন

পাকিস্তানে ভারতের ‘অপারেশন সিন্দুর’ নামে হামলা পরিচালনার পর ননডেলিভারেবল ফরোয়ার্ড (এনডিএফ) মার্কেটে ডলারের বিপরীতে ভারতীয় রুপির পতন ঘটেছে।  বুধবার (৭ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন