পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তিশা মনি (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে ১নং ওয়ার্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।তিশা মনি ওই এলাকার প্রবাসী পরিক্ষীত চন্দ্র শীলের কন্যা এবং উত্তর বাহের গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।তিশার মা ঝুমুর রানী জানান, আমি পরিবারের সদস্যদের জন্য দুপুরের খাবার রান্না করছিলাম। ঘরের পাশে পুকুরঘাটে আমার দুই মেয়ে পল্লবী রানী ও তিশা মনি গোসল করছিল। হঠাৎ তিশা পানিতে ডুবে যায়। তখন পল্লবী ডাক-চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তিশাকে উদ্ধার করে। তখনও সে জীবিত ছিল। দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান জানান, ঘটনার পর পুলিশ হাসপাতালে গেছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি জেনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।আরইউ
Source: সময়ের কন্ঠস্বর