নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তের আঘাতে উজ্জল হোসেন (৩৫) নামের এক ছাগল ব্যবসায়ী খুন হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টায় উপজেলার বড়থা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উজ্জল হোসেন উপজেলার আড়ানগর ইউনিয়নের বংশিবাটি এলাকার মো. শাহিদুল ইসলামের ছেলে। সে এলাকায় গরু-ছাগল ক্রয়-বিক্রয়ের পেশায় জড়িত ছিলেন।। নিহতের চাচাতো ভাই মো. রনি জানান, উজ্জল হোসেন রাতে বড়থা বাজার থেকে সাইকেলযোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে কয়েকজন দুর্বৃত্ত পথরোধ করে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে পাশ্ববর্তী পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে উজ্জল হোসেনের মা নাসিমা ও বড় চাচা জাইদুল ইসলাম মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় সন্দেহভাজন আরিফ হোসেন ও সাগর নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।আরইউ
Source: সময়ের কন্ঠস্বর