গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ। বুধবার (২৩ এপ্রিল) ভোকেশনাল আইসিটি পরীক্ষার সময় এ অনিয়ম ধরা পড়ে।ঘটনাটি ঘটে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। অভিযুক্তরা হলেন,কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম,হল সুপার হুমায়ুন কবির,আইসিটি বিভাগের শিক্ষক ও পর্যবেক্ষক কামরুল ইসলামজানা যায়,পরীক্ষাকালে দায়িত্বে থাকা পর্যবেক্ষক কামরুল ইসলামের আচরণে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সরেজমিনে উপস্থিত থেকে বিষয়টি শনাক্ত করলে তৎক্ষণাৎ তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।পরবর্তীতে কেন্দ্রের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়,জসিম উদ্দিন, প্রধান শিক্ষক, খালপাড় পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় (নতুন কেন্দ্র সচিব)আবু নাঈম, প্রধান শিক্ষক, আড়াইগঞ্জ আজিম উচ্চ বিদ্যালয় (নতুন হল সুপার)জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক, গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় (নতুন পর্যবেক্ষক)উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ বলেন, পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।শিক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।ঘটনার পর স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে প্রশাসনের পদক্ষেপ সন্তোষজনক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রশাসন জানিয়েছে, বাকি পরীক্ষাগুলোতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর