কক্সবাজার টেকনাফের নাফ নদী থেকে বাংলাদেশি দুই জেলেকে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা অপহৃত করে তাদের এলাকায় নিয়ে গেছে। বুধবার(২৩ এপ্রিল) দুপুরের দিকে টেকনাফ উপজেলার অন্তর্গত হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট নাফ নদীতে উক্ত ঘটনাটি সংঘটিত হয়।অপহৃত দুই জেলে হচ্ছে-হোয়াইক্যং ইউনিয়নের বালুখালি এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের পুত্র বাদশা আলম (৪৫), রশিদ আহমেদ পুত্র আবুল কালাম (৪০)। ঘটে যাওয়া ঘটনার বিষয়টি গণমাধ্যম কর্মীদের কাছে নিশ্চিত করে উক্ত এলাকার ইউপি সদস্য সিরাজুল মোস্তফা জানান, প্রতিদিনের ন্যায় একটি নৌকা যোগে দুই জেলে নাফ নদীতে মাছ শিকারে যায়। এ সময় হঠাৎ করে মিয়ানমার সীমান্ত থেকে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ তাদেরকে অপহৃত করে নিয়ে যায়।উক্ত ঘটনার পর থেকে হোয়াইক্যং ইউনিয়নের অন্তর্গত নাফনদীর সীমান্ত এলাকার জেলে পরিবারের মাঝে বিরাজ করছে আতঙ্ক।এবিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন দুই জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবরটি শুনেছি। তবে কি কারণে তাদেরকে ধরে নিয়ে গেল সেই বিষয়টিও তদন্ত করা হবে। পাশাপাশি তাদেরকে অক্ষত অবস্থায় ফেরত আনতে সংশ্লিষ্ট বাহিনীর কর্মকর্তাদের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত ছিল,আছে এবং থাকবে বলেও জানান এই কর্মকর্তা।এনআই
Source: সময়ের কন্ঠস্বর