ঈদুল ফিতরে মুক্তির পর থেকে দেশের সিনেমা হলে রমরমা ব্যবসা করছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। ইতিমধ্যে এটি অন্তর্জাতিক অঙ্গনেও মুক্তি পেয়েছে। মার্কিন মুল্লুক ছাড়াও কানাডা ও ইতালির দর্শকরা সিনেমাটি দেখতে পাচ্ছেন। এবার সেই প্রতিযোগিতায় শামিল হচ্ছে আরও একটি বাংলাদেশি ছবি। আগামী ২৫ এপ্রিল থেকে আমেরিকা, কানাডা ও যুক্তরাজ্যের প্রবাসীরা দেখতে পাবেন সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’।     বিদেশের মাটিতে জংলি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির আন্তর্জাতিক পরিবেশক সজিব সপ্তক। থিয়েটারের একটি তালিকাও শেয়ার করেছেন তিনি। কানাডার ৫টি, আমেরিকার ২৮টি ও যুক্তরাজ্যের ৭টি থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে ভালোবাসা ও আবেগ মেশানো গল্পের চলচ্চিত্র জংলি। সব মিলিয়ে, বিদেশের ৪০টি হলে মুক্তি পাচ্ছে এটি।সজিব সপ্তক বলেন, ‘বেশ আগে থেকেই আমেরিকা, কানাডা ও যুক্তরাজ্যে ছবিটির প্রচারণা শুরু হয়েছে। দর্শকের মাঝেও আগ্রহ তৈরি হয়েছে। আমার মনে হয় ছবিটি এখান থেকে বেশ বড় অঙ্কের আয় করতে পারবে।’সিনেমাটির নির্মাতা এম রাহিম বলেন, “বিদেশের মাটিতে একসঙ্গে ৪০টি হলে মুক্তি পেতে যাচ্ছে আমাদের ছবি। এটা অনেক বড় ব্যাপার। বিদেশে বাংলা ছবির একটা বাজার তৈরি হয়েছে আগেই। ‘জংলি’ সেই বাজারকে আরো প্রসারিত করবে বলে আমার বিশ্বাস।”প্রসঙ্গত, জংলি চলচ্চিত্রে সিয়াম আহমেদের বিপরীতে জুটি বেঁধেছেন শবনম বুবলী। বিশেষ একটি চরিত্রে রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন রাশেদ মামুন অপু, সোহেল খান, নৈঋতা হাসিন রৌদ্রময়ী, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, সুব্রত প্রমুখ।অন্যদিকে, বরবাদ চলচ্চিত্রে ঢালিউড সুপারস্টার শাকিবের নায়িকা টলিউডের ইধিকা পাল। আরও রয়েছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেব প্রমুখ। একটি আইটেম গানে দেখা যাবে টলিউডের নুসরাত জাহানকে। পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক হিসেবে রয়েছে এপি এন্টারটেইনমেন্ট।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবির দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের গ্রাফিতি
ঢাবির দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের গ্রাফিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত রোড, টিএসসি, কলাসহ বিভিন্ন ভবনের দেয়ালে দেয়ালে গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন কার্যক্রম পরিচালনা করছেন সাধারণ শিক্ষার্থীরা।

পবিত্র আখেরি চাহার সোম্বা ৪ সেপ্টেম্বর
পবিত্র আখেরি চাহার সোম্বা ৪ সেপ্টেম্বর

বাংলাদেশের আকাশে আজ সোমবার (৫ আগস্ট) কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন