রাজশাহীর বাঘায় জামায়াত শিবির কর্তৃক ছাত্রদল নেতার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৫ টায় বাউসা হারুন অর রশিদ শাহ্ দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে এই প্রতিবাদ  সভা অনুষ্ঠিত হয়। বাউসা ইউনিয়নের বিএনপির ও অংঙ্গ সহযোগী সংগঠনের এর আয়োজনে করে। বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে  সাধারণ সম্পাদক নাসির উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য  রাখেন,উপজেলা বিএনপি সদস্যসচিব আশরাফ আলী মলিন, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, এ্যাড ফিরোজ আহম্মেদ রঞ্জু, আড়ানী পৌরসভার সাবেক সদস্যসচিব সুজাত আহম্মেদ তুফান, বাউসা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি,সহকারি অধ্যাপক আবু তাহের  প্রমুখ।জামায়াত শিবিরকে কুখাত সন্ত্রাসী আখ্যায়িত করে বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, জামায়াত-শিবির একটি কুখ্যাত সন্ত্রাসী সংগঠন হিসেবে ইতোমধ্যেই বাংলাদেশের জনগণের সামনে চিহ্নিত হয়েছে। তাদের রক্তাক্ত ইতিহাস, ’৭১-এর যুদ্ধাপরাধ থেকে শুরু করে সাম্প্রতিক সহিংস তাণ্ডব, বারবার প্রমাণ করেছে তারা কখনোই গণতন্ত্র, মানবাধিকার কিংবা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে না।বিএনপি একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক আদর্শে বিশ্বাসী দল হিসেবে কোনো সহিংস বা জঙ্গিবাদী রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, বরং আমরা এমন শক্তির বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকেছি এবং থাকবে।ঈদের আগেদিন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সন্ত্রাসী সন্ধার পরে বাউসা ইউনিয়নের ছাত্রদলের সহসভাপতি রাজিব আহম্মেদ মন্ডলকে বাউসা বাজারে  বর্বরোচিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট ও কুপিয়ে জখম করে।এই ঘটনায় মামলায় হলেও অভিযুক্তরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে বলে আলোচনা সভায দাবি করা হয়।জামায়াত শিবিরকে উদ্দেশ্য করে বক্তরা আরোও বলেন, আর নয় রগ কাটা, এবার বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপরে হামলা করা হলে প্রতিটা আঘাতের সমুচিত জবাব দেওয়া হবে। জনগণ আপনাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে কোথাও কোন ঘটনা ঘটলে বিএনপির উপর দোষ চাপিয়ে নিজেরা সাধু সাজতে চান। অপপ্রচারে লিপ্ত থেকে শিষ্টাচার বহিভুত কার্যক্রম আপনারাই চানান।প্রতিবাদ সভায় আড়ানী পৌরসভা,আড়ানী  ইউনিয়ন বাজুবাঘা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ২৪
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ২৪

জন্মদিনের পার্টিতে গুলির ঘটনায় একজন নিহত ও অন্তত ২৪ জন আহত।

জয়পুরহাটে ৭ প্রতিষ্ঠানসহ জরিমানা ও কারাদণ্ড
জয়পুরহাটে ৭ প্রতিষ্ঠানসহ জরিমানা ও কারাদণ্ড

জয়পুরহাটে বিশেষ টাস্কফোর্সে বাজার তদারকিসহ বিভিন্ন আইনে ৭টি প্রতিষ্ঠানসহ জরিমানা ৫৩ হাজার ৯০০ টাকা ও দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। Read more

ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে?
ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে?

"একই আন্দোলন এবং একই উৎস থেকে তৈরি হওয়ায় তারা কতটা আলাদা থাকবে কিংবা রাজনীতির ক্ষেত্রে শেষ পর্যন্ত একে অপরের পরিপূরক Read more

৫ মে: নামাজের সময়সূচি
৫ মে: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন