ময়মনসিংহের নান্দাইলে শসা চাষ করে লাভবান কৃষকরা। ভালো ফলন ও বেশী দাম পেয়ে খুশী কৃষক। তাদের মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাঁসি। শসা চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন অনেক কৃষক। কম সময়ে বেশি লাভ হওয়ায় শসা চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা। অল্প সময়ে অধিক ফলন এবং বাজারে ভালো দাম পেয়ে খুশি চাষিরা। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি বছর নান্দাইলে ৪৩০ হেক্টর জমিতে শসার আবাদ হয়েছে। উপজেলার চর বেতাগৈর, বীর বেতাগৈর, মোয়াজ্জেমপুর, আচারগাঁও, শেরপুরসহ বিভিন্ন ইউনিয়নে শশার আবাদ হয়েছে। এর মধ্য চর বেতাগৈর ইউনিয়নে শসার আবাদ বেশি হয়েছে। এছাড়াও বিক্ষিপ্তভাবে শশা চাষ হয়েছে।এ বছর মৌসুমের শুরু থেকেই এ অঞ্চলে আবহাওয়া অনুকূলে থাকায় শশার ভালো ফলন হয়েছে। খুচরা বাজারে বর্তমানে ৩০ টাকা কেজি ধরে শসা বিক্রি হচ্ছে। সরেজমিন চরশ্রীরামপুরে শসা খেতে গিয়ে দেখা যায় কৃষকরা দলবেঁধে পাইকারের নিকট শসা বিক্রি করছেন। অনেক কৃষক খেত থেকে শসা তুলছেন বিক্রির জন্য। চরশ্রীরামপুর গ্রামের কৃষক আতাউর, আসাদ, ছালাম, রিপন, দুলালসহ আরো অনেকেই জানান এবার শসার ভালো ফলন হয়েছে দামও বেশি পাচ্ছি। আমরা লাভবান হয়েছি।কৃষক চান মিযা বলেন, এ বছর ৩০ শতাংশ জমিতে আমি শসা চাষ করছি। খরচ বাদে ভালো লাভ হইছে আমার। এপর্যন্ত ৬০ হাজার টাকার শসা বিক্রি করছি।কৃষক মাহাবুল বলেন, আমি ৩০ শতাংশ জমিতে আমি শসা চাষ করছি। এখন পর্যন্ত ৫০ হাজার টাকার শসা বিক্রি করছি। পাইকারদের কাছে এক হাজার ৫০০ টাকা মণ দরে শসা বিক্রি করতে পারছি। পাইকাররা প্রতিদিন ট্রাকে করে এলাকা থেকে শসা নিয়ে যাচ্ছে ঢাকায়। এখানকার শশা স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় চলে যাচ্ছে। শসা চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন অনেকেই। পেয়েছেন আর্থিক সচ্ছলতা, হয়েছেন স্বাবলম্বী। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আতিকুর রহমান জানান, নান্দাইল উপজেলায় এ বছর ৪৩০ হেক্টর জমিতে শসার আবাদ হয়েছে। অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় অনেকেই শসা চাষ করে স্বাবলম্বী হয়েছেন।নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতান জানান, শসা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকরা শসা চাষে আগ্রহী হচ্ছেন। এবার শসা চাষ করে ভালো ফলন ও বেশী দাম পেয়ে খুশী কৃষকরা। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা করা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শুধু মাত্র ঘুমিয়েই ৯ লাখ টাকা জিতলেন পূজা
শুধু মাত্র ঘুমিয়েই ৯ লাখ টাকা জিতলেন পূজা

শুধু ঘুমিয়েই আয় ৯ লাখ টাকা! শুনতে অবাক লাগলেও বাস্তবেই এমন ঘটনা ঘটেছে ভারতের পুণে শহরে। ‘স্লিপ ইন্টার্নশিপ’ নামে অভিনব Read more

বিজয়নগরে মাদকসহ যুবক গ্রেফতার
বিজয়নগরে মাদকসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭৪ বোতল মাদকদ্রব্য ও মাদক বিক্রির ৪০ হাজার নগদ টাকাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃত যুবক সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া Read more

অব্যবহৃত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ককটেল আতঙ্ক
অব্যবহৃত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ককটেল আতঙ্ক

টাঙ্গাইলের মির্জাপুরে একটি স্কুলের অব্যবহৃত ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় প্রচুর পরিমাণে ধোঁয়া সৃষ্টি হওয়ায় এলাকায় ককটেল বিস্ফোরণ হয়েছে বলে আতঙ্ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন