অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে সিন্ডিকেট সদস্য হিসেবে স্বপদে পুনর্বহালের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। একইসাথে চার দফা দাবিতে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ করে।সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টায় ‘ফ্যাসিবাদ বিরোধী সংঘ’-এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচতলায় এ কর্মসূচি পালন করা হয়।সমাবেশে ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইনামুল হক হৃদয়, মো. তারিক হোসেন ও আতিক আব্দুল্লাহ। তারা অভিযোগ করেন, নারী কেলেঙ্কারিতে দণ্ডপ্রাপ্ত এবং ভোলা জেলা আওয়ামী লীগের একজন নেতা মো. মনিরুল ইসলাম এখনো রেজিস্ট্রার পদে বহাল থাকলেও, শিক্ষার্থীদের পক্ষে থাকা একমাত্র শিক্ষক অধ্যাপক মুহসিন উদ্দীনকে কোনো যৌক্তিক কারণ ছাড়াই সিন্ডিকেট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এই ঘটনাকে উপাচার্যের একতরফা সিদ্ধান্ত এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেন।চার দফা দাবিতে শিক্ষার্থীরা বলেন— অধ্যাপক মুহসিন উদ্দীনের বিরুদ্ধে আনা ‘মিথ্যা ও অপমানজনক’ অভিযোগ প্রত্যাহার করতে হবে এবং তাঁকে সিন্ডিকেট সদস্য পদে পুনর্বহাল করে প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামকে অবিলম্বে অপসারণ করতে হবে। ফ্যাসিবাদ ও স্বৈরাচারের দোসর—জুলাই আন্দোলনের বিরোধী প্রশাসনিক সুবিধাভোগী শিক্ষক-কর্মচারীদের সব প্রশাসনিক ও লাভজনক কমিটি থেকে অপসারণ নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার দায়ে উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “সিন্ডিকেট সদস্যকে অব্যাহতি দিতে হলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়, যা এই ক্ষেত্রে হয়নি। এমন সিদ্ধান্ত এককভাবে নেওয়া বিধিসম্মত নয়।”নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, অধ্যাপক মুহসিন উদ্দীন অতীতে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা থাকা সত্ত্বেও সম্প্রতি জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। ফলে বর্তমান প্রশাসনের কাছে তিনি ‘অগ্রহণযোগ্য’ হয়ে পড়েন।অন্যদিকে, উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন বলেন, “অধ্যাপক মুহসিন উদ্দীনের বিভিন্ন কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থির করেছে। নিয়ম অনুযায়ীই তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা পরবর্তীতে সিন্ডিকেট সভায় অবহিত করা হবে।” তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল রাখার জন্য সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে।সমাবেশে আরও উপস্থিত ছিলেন প্রীতম ঘোষাল, মশিউর রহমান রনি, ফুরকান, খালিদ হাসান, মোজাহিদ, মুকুল আহমেদ, তামিম ইকবাল রাজু ও রহমত প্রমুখ।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোনার দাম বেড়ে প্রতি ভরি ১১৮৩৫৫ টাকা
সোনার দাম বেড়ে প্রতি ভরি ১১৮৩৫৫ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম Read more

নেত্রকোনায় হাওরে জনপ্রিয় হয়ে উঠেছে হাঁস পালন
নেত্রকোনায় হাওরে জনপ্রিয় হয়ে উঠেছে হাঁস পালন

কম খরচসহ বিনামূল্যে পর্যাপ্ত জায়গা পাওয়ায় হাঁস পালনে আগ্রহী হচ্ছেন হাওরের যুবকরা। ধান এবং মাছের পাশাপাশি বিকল্প পেশা হিসেবে নেত্রকোনার Read more

বজ্রপাত বাংলাদেশে এক নতুন বিপদ: সরাইল ইউএনও
বজ্রপাত বাংলাদেশে এক নতুন বিপদ: সরাইল ইউএনও

গত কয়েক বছর ধরে বজ্রপাতের ঘটনা বেড়েই চলেছে। আর মারা পরছে শত শত নিরীহ মানুষ। আচ্ছা বলেন তো বজ্রপাতের দেশ Read more

প্রকাশের অনুমতি পেল দৈনিক দিনকাল
প্রকাশের অনুমতি পেল দৈনিক দিনকাল

দৈনিক দিনকাল প্রকাশের অনুমতি পেয়েছে। রোববার (১১ আগস্ট) ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে দৈনিকটি প্রকাশের সাময়িক অনুমতি Read more

চকরিয়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
চকরিয়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের সুরাজপুর এলাকায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ কাইছার (৩২) এবং শহিদুল ইসলাম শহীদ (৩১) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন