বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ, হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।সোমবার (২১ এপ্রিল) দুপুরে মাদারীপুর সরকারি কলেজ মাঠে কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে বক্তরা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।মানববন্ধনে জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকির বলেন এ নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, দেশে যেন আর কোনো শিক্ষার্থী এ ধরনের নির্মমতার শিকার না হয়। ছাত্রদল আর কোনো মেধাবী ও পরিশ্রমী ছাত্রনেতাকে হারাতে চায় না।কর্মসূচি শেষে নেতারা দ্রুত বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান, যুগ্ম আহবায়ক নূরে আলম, অপু কাজী, কলেজ ছাত্রদল নেতা ইমরান হোসেন, ইব্রাহিমসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।এমআর
Source: সময়ের কন্ঠস্বর