ফরিদপুরের আলফাডাঙ্গায় চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে আইটিভিত্তিক শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।এসময় জেলা প্রশাসক বলেন, এসব আইটিভিত্তিক উপকরণ প্রথমত আমরা চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছি। এর দুইটি লক্ষ্য ও উদ্দেশ্য আছে; একটি হচ্ছে শিশুদের প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া রোধ করা। দ্বিতীয় হচ্ছে, তাদেরকে অনুপ্রাণিত করা। চরাঞ্চালের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে সবসময় বিশেষ দৃষ্টি আছে বলেও মন্তব্য করেন তিনি।অনুষ্ঠানে উপজেলার দুইটি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া টেলিভিশন, দুইটি ল্যাপটপ ও পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ে দেয়াল ঘড়ি বিতরণ করা হয়। একইসঙ্গে অপর একটি অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নবযোগদানকৃত ১৪ জন সহকারী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।এরআগে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত আলফাডাঙ্গা কোয়ালিটি স্কুলের একটি আধুনিক ভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত ও বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া প্রমুখ।এসআর
Source: সময়ের কন্ঠস্বর