উখিয়ার সীমান্ত ঘুমধুম বিওপির অভিযানে মালিকবিহীন ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার (৩৪) বিজিবির সদস্যরা।সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত ৪ টার দিকে সীমান্তের ৩২ পিলার হতে ৫০০ গজ দূরে জামালের ঘের নামক এলাকা হতে এসব মাদক উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার (৩৪) বিজিবির অধিনায়ক লে কর্ণেল এস এম খায়রুল আলম পিএসসি।প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে বড় একটি মাদকের চালান ডুকবে এমন খবরে ঘুমধুম বিওপির একটি টহল টিম তাদের লক্ষ করে চৌকি বসালে পাচারকারীরা টের পেয়ে ইয়াবা রেখে কৌশলে পালিয়ে যায়। পরবর্তী পাচারকারী ফেলে যাওয়া মাদক বিজিবির হেফাজতে নেয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।এসআর
Source: সময়ের কন্ঠস্বর