খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ৬ জনের খোঁজ এখনো মেলেনি। অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে যৌথবাহিনী।অভিযানে জেলা সদরের ভাইবোন ছড়া ইউনিয়নের পূর্ণচন্দ্র কার্বারিপাড়ায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এর একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে যৌথবাহিনী।সোমবার (২১ এপ্রিল) ভোরে সেখান থেকে ৭ জনকে আটক করা হয়। এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। উদ্ধার করা হয় সামরিক পোশাক, সাংগঠনিক নথিপত্র, পতাকা সহ বেশকিছু সরঞ্জাম।উল্লেখ্য, বুধবার (১৬ এপ্রিল) খাগড়াছড়ি থেকে ক্যাম্পাসে ফেরার সময় শহরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ৬ জন অপহৃত হন। এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করে প্রতিদ্বন্দ্বী সংগঠন জেএসএস।এসআর
Source: সময়ের কন্ঠস্বর