বগুড়ায় নুর আলম হত্যা মামলার অন্যতম আসামি নাদিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ এপ্রিল) রাতে শহরের বউবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করে পুলিশ।গ্রেপ্তার নাদিম (২৮) খরনা ইউনিয়নের কুন্দদেশমা গ্রামের মুক্তারের ছেলে।জানা যায়, নিহত নূর আলম পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। একই এলাকার সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার জেরে ও ইট-বালুর ব্যবসাকে কেন্দ্র করে গত বছরের ৫ আগস্ট রাত ৮টায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে নূর আলমকে। এই ঘটনায় নিহতের বন্ধু মিষ্টারো গুরুতর আহত হয়।এ ঘটনায় নিহত নুর আলমের মা বাদী হয়ে শাহাজাহানপুর থানায় ১২ জন নাম উল্লেখ করে অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় ৭ নম্বর এজাহার নামীয় আসামি করা হয় নাদিমকে।এর আগে, গত বছরের ৫ আগস্ট রাতে দেশীয় অস্ত্র দিয়ে খরনা ইউনিয়নের কুন্দদেশমা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে নুর আলমকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত নুর আলম হাঁসের খামার পরিচালনার পাশাপাশি নিজ এলাকায় ইট-বালুর ব্যবসা করতেন।নারুলি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক বলেন, গ্রেপ্তার নাদিম শাজাহানপুর থানায় দায়ের করা নুর আলম হত্যা মামলার ৭ নম্বর আসামি। তাকে শনিবার রাতে বউবাজার এলাকা থেকে বার্মিজ চাকুসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।এআই
Source: সময়ের কন্ঠস্বর