জেলার উল্লাপাড়ায় বাস ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিশুকের চালকসহ আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। রবিবার (২০ এপ্রিল) বিকেল ৪ টার দিকে উপজেলার হাটিকুমরুল ওভারব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।স্থানীয়রা জানান, মিশুক গাড়িটি যাত্রী নিয়ে হাটিকুমরুল গোল চত্বরের দিকে যাচ্ছিল। এরপর ওভারব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঐ অজ্ঞাত যাত্রীর মৃত্যু হয়। পরে পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও তার নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আরও দুজন আহত বলে তিনি জানান।
Source: সময়ের কন্ঠস্বর