বরগুনায় জেলা শ্রমিক লীগের আহবায়ক ৯ মামলার আসামি আঃ হালিম মোল্লা গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাত ১২টা ৫ মিনিটের সময় বরগুনা থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি বরগুনা পৌর শহরের দক্ষিণ বরগুনা এলাকার মোশারফ মোল্লার ছেলে। হালিম মোল্লা বরগুনা থানার গত ৪ ফেব্রুয়ারি দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহার ভুক্ত আসামি।এছাড়াও তার বিরুদ্ধে তার বিরুদ্ধে ২টি চাঁদাবাজি, ১টি বিস্ফোরক আইনে, মাদক আইনে ১টি এবং বিভিন্ন ধারায় ৪টি সহ মোট ৯টি মামলা রয়েছে। গত ৫ আগষ্টের পর চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হলে আদালত থেকে জামিন পেয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে লিফলেট বিতরণ, শেখ হাসিনার নামে ঈদ উপহার বিতরণ সহ জয়বাংলা পরিষদ ডিজিটাল প্লাটফর্ম তৈরিসহ নানান কর্মসূচি করে আসার অভিযোগ রয়েছে আঃ হালিম মোল্লার বিরুদ্ধে। বরগুনা থানা পুলিশ সূত্রে জানা, গেছে গ্রেপ্তারকৃত শ্রমিক লীগ নেতা শহরের আইন শৃঙ্খলার অবনতিসহ রাজনৈতিক অস্থিতিশীলতা করায় তার ওপর পুলিশি নজরদারি ছিল। সে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন দিন ধরে গাঢাকা দিয়ে পালিয়ে বেড়ালেও আজ ২০ এপ্রিল রবিবার দিবাগত রাত ১২ টা ৫ মিনিটের সময় তাকে গ্রেপ্তার করা হয়। এবিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, রাত বারোটা পাঁচ মিনিটের লাকুরতলা এলাকা থেকে জেলা শ্রমিক লীগ আহবায়ক হালিম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। সে বরগুনা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারনামীয় আসামি।  হালিম মোল্লা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা অবনতি ঘটানোসহ রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য কাজ করে আসছিল। তার বিরুদ্ধে  সর্বমোট ৯টি মামলা রয়েছে। তাকে সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোনারগাঁয়ে ওসি নিয়োগের ৭২ ঘন্টার মাথায় ক্লোজ
সোনারগাঁয়ে ওসি নিয়োগের ৭২ ঘন্টার মাথায় ক্লোজ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি), বহুল আলোচিত ইসমাইল হোসেনকে ক্লোজড করা হয়েছে। নিয়োগের ৭২ ঘণ্টার মাথায়ই তাকে ঢাকা রেঞ্জ Read more

টানা বর্ষণে বেনাপোল কাস্টমস হাউজে জলাবদ্ধতা
টানা বর্ষণে বেনাপোল কাস্টমস হাউজে জলাবদ্ধতা

বেনাপোল কাস্টমস হাউস এলাকা ভারি বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে। টানা কয়েক দিনের বর্ষণে বেনাপোল কাস্টম হাউসের আশপাশে পানি জমে স্থবির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন