বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের প্রতি বৈষম্য বন্ধ ও তিন দফা দাবির বাস্তবায়নের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করে প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘বৈষম্যের অবসান চাই’, ‘ইঞ্জিনিয়ারদের অধিকার ফিরিয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।সমাবেশে বক্তারা বলেন, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং একটি পেশাদার ডিগ্রি। চার বছর কঠোর পরিশ্রম করে এই ডিগ্রি অর্জন করতে হয়। অথচ চাকরির ক্ষেত্রে পদমর্যাদায় বৈষম্যের শিকার হতে হয়, যা খুবই হতাশাজনক।তারা তিন দফা দাবি তুলে ধরেন:১. ৯ম গ্রেডে সহকারী প্রকৌশলী বা সমমানের পদে পরীক্ষার মাধ্যমে সকলকে নিয়োগ দিতে হবে। কোটাভিত্তিক বা অন্য নামে পদ সৃষ্টি করে নিয়োগ দেওয়া যাবে না।২. ১০ম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদে বিএসসি ও ডিপ্লোমা উভয় ডিগ্রিধারীদের পরীক্ষার মাধ্যমে নিয়োগের সুযোগ দিতে হবে।৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবী ব্যবহার করতে পারবে না—এ সংক্রান্ত আইন প্রণয়ন ও গেজেট প্রকাশ করতে হবে।সমাবেশে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, “আমাদের দাবি কোনোভাবেই অবৈধ বা অযৌক্তিক নয়। বরং এটি আমাদের পেশাগত সম্মান রক্ষার লড়াই। ডিপ্লোমা শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি তুলতে পারেন, কিন্তু বিএসসি না করেও ‘ইঞ্জিনিয়ার’ পদবী ব্যবহার করা মোটেই গ্রহণযোগ্য নয়।”শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।উল্লেখ্য, একই দাবিতে দেশের বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল কলেজেও বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।এমআর
Source: সময়ের কন্ঠস্বর