সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের ওপর জামায়াতের নেতাকর্মীদের হামলার ঘটনায় জড়িত হাফিজুর রহমান (৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। হাফিজুর উপজেলা জামায়াতের কর্মী।শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে উল্লাপাড়া উপজেলা বিএনপির অফিস থেকে মিছিলটি বের হয়ে থানা মোর হয়ে পুরাতন বাসস্ট্যান্ড দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এরআগে জামায়াত-শিবিরকে উল্লাপাড়ায় অবাঞ্ছিত ঘোষণা করে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। পরে প্রতিবাদ সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। এসময় বিএনপি নেতা আজাদ হোসেন ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা । সেইসাথে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে রোববার হরতালের ঘোষণা দিয়েছেন। সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য শিবলু ইসলাম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিকসন কুমার আমীন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আউলিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি রিসাত করিম নয়ন,সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।এনআই
Source: সময়ের কন্ঠস্বর