মাদারীপুরের শিবচর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে তোতা শেখ (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তোতা শেখ স্থানীয় মৃত নেওয়াজ শেখের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি প্রায় এক সপ্তাহ আগে তার মায়ের সঙ্গে একই ইউনিয়নের রাজারচর কাজী কান্দি গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। ১৬ এপ্রিল (বুধবার) বিকেলে বাড়ির সামনের রাস্তায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল সে। এ সময় অভিযুক্ত তোতা শেখ শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়ির দ্বিতীয় তলায় একটি কক্ষে নিয়ে যায়।পরিবারের লোকজন শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। অন্য শিশুদের কাছ থেকে তথ্য পেয়ে তারা তোতা শেখের বাড়িতে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। পরবর্তীতে শিশুটি পরিবারকে ঘটনার বিস্তারিত জানায়।এ ঘটনায় শিশুটির নানী বাদী হয়ে ১৭ এপ্রিল শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) রেনুকা আক্তারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত তোতা শেখকে গ্রেফতার করে।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও অনুরূপ অভিযোগ ছিল। তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দীর্ঘদিনের জন্য ৬০০ স্থানে অ্যালকোহল বিক্রির অনুমোদন দেবে সৌদি সরকার
দীর্ঘদিনের জন্য ৬০০ স্থানে অ্যালকোহল বিক্রির অনুমোদন দেবে সৌদি সরকার

২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ ও ২০৩০ সালের এক্সপোসহ বড় বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে পর্যটকদের আকর্ষণে ২০২৬ সালের Read more

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে উন্নয়নের সড়কে নিয়ে যাব’
‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে উন্নয়নের সড়কে নিয়ে যাব’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের যে সড়ক, উন্নয়নের যে অভিযাত্রা, সেই জায়গায় আবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন