হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন নারী। এ ঘটনায় আটজন গুরুতর আহত হয়েছেন। তবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনখর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পিকআপ ভ্যানটিতে বাসাবাড়ির মালামালসহ ১৬-১৭ জন যাত্রী ছিলেন। ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এছাড়া গুরুতর আহত অবস্থায় আটজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও পিকআপ ভ্যান হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।এআই
Source: সময়ের কন্ঠস্বর