চট্টগ্রামের ফটিকছড়ি অংশের হালদা নদীতে পড়ে নুরুদ্দিন মঞ্জু (৩২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) রাত আড়াইটার দিকে সুয়াবিলের সিদ্ধাশ্রম ঘাটে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ভূজপুর থানার ওসি মাহবুবুল হক। নিহত নুরুদ্দিন (৩২) সুন্দর পুর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলামের একমাত্র ছেলে সন্তান। জানা যায়, গতকাল বিকেলে প্রবাসী নুরউদ্দিন ও শিক্ষক তাজ উদ্দিন মোটরসাইকেল নিয়ে বাড়ির কাছে একটি মাঠে ক্রিকেট টিমের খেলা দেখতে যান। খেলা শেষে বাজার করে বাড়ি ফিরছিলেন দুজন। নুরউদ্দিন মোটরসাইকেল চালাচ্ছিলেন আর তাজ উদ্দিন ছিলেন পেছনের আসনে বসা। হালদা নদীর কাঠ ও বাঁশের বেড়ার সেতু দিয়ে পার হওয়ার সময় মোটরসাইকেলসহ দুজন নদীতে পড়ে যান। এসময় তাজ উদ্দিন সাঁতারে উঠতে পারলেও নুরুদ্দিন উঠতে পারেনি। রাত আড়াইটায় তার লাশ পাওয়া যায়।ফটিকছড়ি ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, আমরা অভিযান পরিচালনা করে প্রবাসীর খোঁজ পায়নি,স্থানীয়রা মধ্য রাতে লাশ উত্তোলন করে। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক বলেন, পরিবারের অভিযোগ না থাকায় নুরুদ্দিনের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।এমআর
Source: সময়ের কন্ঠস্বর