যশোরের শার্শায় বিএনপি’র দু‘নেতার বিরুদ্ধে হিন্দুদের পাল পাড়ার কয়েকটি পরিবারের বসত ভিটার জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শার্শার কায়বা ইউনিয়নের বাগুড়ি গ্রামের পাল পাড়ায়।এ ব্যাপারে বাগুড়ি পাল পাড়ার প্রায় অর্ধশত হিন্দু পাল সম্প্রদায় দখলদারদের বিরুদ্ধে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।অভিযোগ পেয়ে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান ও উপজলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু ঘটনাস্থলে যান ও অভিযোগ তদন্ত করেন।লিখিত অভিযোগে জানা গেছে, শার্শা উপজেলা বিএনপি‘র যুগ্ম সম্পাদক বাগুড়ি গ্রামের তাজউদ্দিন, উপজেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান ও তাদের সহযাগী চটা সিরাজ, আশিক লাল্টু, টুটুল, সাঈদসহ কয়েকজন স্থানীয় বিএনপি নেতা-কর্মি পাল পাড়ার পালদের দখল থাকা সওজ ও জনপথ বিভাগর পরিত্যক্ত প্রায় ৩৩ শতক বসত ভিটার জমি দখল করে সিমেন্টের পিলার লাগিয়ে দিয়েছে।পালরা জানান, তাদের বাপ দাদারা দীর্ঘ প্রায় ৯০ বছর ধরে সেখানে বসবাস করছে। তারা জানান, কায়বার বাগুড়ি গ্রামে তাদের পূর্ব পুরুষদের থেকে মাটির আসবাবপত্র, হাড়ি, পাতিল, নাংড়া, শানুক, মালসা, কলস, নাদাসহ বিভিন মাটির পণ্য তৈরী করে জীবিকা নির্বাহ করে। বাড়ির সামনের জমি দখলকারীরা এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কোন প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। প্রভাবশালীরা সব সময় তাদের উপর ভয়, হুমকি-ধামকি প্রদর্শন করছে।অভিযাগকারী শ্রী গর চন্দ্র পাল জানান, তাদের বসত ভিটার সামনে তাদের দখল থাকা প্রায় ৩৩ শতক জমি দখল কর নিয়েছে। তিনি বলেন, তাদের বাপ দাদার পৈত্রিক সূত্র থেকে এই জমি দখল করে বসবাস করে আসছে। তিনি বলেন, তাদের জমি ফিরে পেতে তারা পালপাড়ার সবাই তাদের জমি ফেরত পেতে শার্শা উপজলা নির্বাহী অফিসার ও যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযাগ দায়ের করেছে।এ ব্যাপার অভিযুক্ত তাজ উদ্দিন বলেন, তারা কোন হিন্দুুদের জমি দখল করিনি। পাল পাড়ার হিন্দুরা গত ২০/২৫ বছর তাদের দখল থাকা সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে আছে। হিন্দুরা তাদের ঐ দখল থাকা জমি সরকারের নিকট থেকে বা সড়ক ও জনপথ বিভাগ থেকে বন্দোবস্ত নেয়নি। যে কারনে তারা কয়েকজন ব্যক্তি সড়ক ও জনপথ বিভাগের নিকট থেকে প্রায় ৩৩ শতক জমি ডিসিআর কেটে নিয়েছে। তিনি বলেন এখনও তারা ঐ জমি দখল করেননি। জমিতে যায়নি। কেও হুমকি বা ভয় প্রদর্শন করেনি।এ ব্যাপার শার্শা উপজলা বিএনপি’র একজন নেতা জানান, শার্শা উপজেলা বিএনপি’র ব্যর্থ ও অযাগ্য নেতৃত্বের কারনে তৃনমুল পর্যায়ে সাধারন নেতা কর্মিরা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যে কারনে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, ৫ আগষ্টের পর থেকে কিছু নেতা কর্মি বড় বড় পদ নিয়ে তাদের দোসরদের দিয়ে শার্শার হাট, বাজার, বাওড়,পার্ট, নদী দখল করে খাচ্ছে। এ ছাড়া বিচার সালিসের নামে করছে চাঁদাবাজি।শার্শার কায়বা, উলাশী, গোগা, লক্ষনপুর, ডিহি, শার্শা, নাভারন এলাকা দলের নিয়ন্ত্রহীন হয়ে পড়েছে। কয়েকটি ইউনিয়ন চলছে বোমাবাজি, দলের মধ্য দু‘গ্রপের মধ্যে সংঘর্ষ। তিনি বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে দলের দলবাজদের বহিস্কারের আবেদন জানান।এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি আরও বেশি করে তদন্ত করে আইনগত ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সময়মত মেলেনা চিকিৎসক,অব্যবস্থাপনায় ফিরে যাচ্ছে রোগী
উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সময়মত মেলেনা চিকিৎসক,অব্যবস্থাপনায় ফিরে যাচ্ছে রোগী

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা সময়মত মেলেনা চিকিৎসক,হাসপাতালের মুল ফটকের সামনেই আগুন দিয়ে পোড়ানো হচ্ছে বর্জ্য। আর এই Read more

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১
রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল-গুলিসহ হামিদ উল্লাহ (২৫) নামের এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ Read more

আজ ১৭ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৭ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

মেয়াদোত্তীর্ণ জবি ছাত্রলীগের আংশিক কমিটি, পূর্ণাঙ্গ করা নিয়েও অনিশ্চয়তা
মেয়াদোত্তীর্ণ জবি ছাত্রলীগের আংশিক কমিটি, পূর্ণাঙ্গ করা নিয়েও অনিশ্চয়তা

গত ২০২২ সালের ১ জানুয়ারি ইব্রাহিম ফরাজিকে সভাপতি ও আকতার হোসেনকে সাধারণ সম্পাদক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের আংশিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন