জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী বেহেস্তী রহমান ঈদকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আর আগে বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে র‍‍্যাব-১ এর একটি দল তাকে গ্রেপ্তার করে জয়পুরহাট থানায় হস্তান্তর করেন।গ্রেপ্তার বেহেস্তী রহমান ঈদ জেলা আ.লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম সোলায়মান আলী ও জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী দম্পতির ছেলে বলে মামলায় উল্লেখ্য রয়েছে। বেহেস্তী রহমান ঈদ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী।পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে সদর উপজেলার এক যুবতীর সাথে বেহেস্তী রহমান ঈদের প্রায় সাত মাসের প্রেমের সম্পর্ক ছিল। সেই সময় তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করা হয়। একই সময়ে বেহেস্তী অন্য মেয়ের সাথেও প্রেম করতেন। বিষয়টি জানার পর দুইজনের মধ্যে যোগাযোগ বন্ধ হয়। চলতি বছরের ৫ জানুয়ারি ওই মেয়ের বিবাহ হয়। এরপর বেহেস্তী ওই মেয়েকে ফোন করে গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। এরই ধারাবাহিকতায় ঈদুল ফিতরের কয়েকদিন আগে ওই মেয়েকে কল করে নিয়মিত যোগাযোগ রাখতে বলেন এবং স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করার কথা বলেন। এতে ওই মেয়ে অসম্মতি জানায়। এরপর গত ৯ এপ্রিল রাতে ওই মেয়ের ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এনিয়ে গত ১৩ এপ্রিল এক মেয়ে বাদী হয়ে জয়পুরহাট থানায় মামলা করেন।জয়পুরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পর্নোগ্রাফি মামলায় বেহেস্তী রহমান ঈদকে র‍‍্যাব-১ ঢাকায় গ্রেপ্তার করেছে। বুধবার রাতে পুলিশ পাঠিয়ে ঢাকা থেকে তাকে জয়পুরহাটে আনা হয়েছে। আজ বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে চাঁদা না পেয়ে মারপিট ও প্রকাশ্যে গুলি, আহত ১
নাটোরে চাঁদা না পেয়ে মারপিট ও প্রকাশ্যে গুলি, আহত ১

নাটোরের লালপুরের চাঁদা না পেয়ে একজনকে পিটিয়ে আহত ও প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) উপজেলার বিলমাড়িয়া বাজার সংলগ্ন Read more

পোশাকে থাকুক আরাম আর উৎসবের আমেজ
পোশাকে থাকুক আরাম আর উৎসবের আমেজ

সিনথেটিক, সিকুইন বা মুনলাইট ফেব্রিকের পোশাকগুলো সহজেই জমকালো ভাইভ দিতে পারে। কিন্তু এই ধরনের পোশাকের ভেতর দিয়ে বাতাস সহজে চলাচল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন