সিলেট টেস্টকে সামনে রেখে পূর্ণ শক্তির দল নিয়েই এবার বাংলাদেশে এসেছে স্বাগতিক জিম্বাবুয়ে। বুধবার (১৬ এপ্রিল) সিলেট থেকে সোজা টিম হোটেলে চলে যায় দলটি।বৃহস্পতিবার নির্ধারিত সময়ে প্রথম দিনের অনুশীলনে নামার কথা থাকলেও বৃষ্টির শহর সিলেটে দিনের শুরুতে বৃষ্টি বাধায় খানিকটা বিলম্ব হয়৷ পরে এক ঘন্টা অনুশীলনের সুযোগ মিললেও আবার হানা দেয় বৃষ্টি।তবে অনুশীলনে এদিন ক্রেগ আরভিন (অধিনায়ক), ব্রায়ন বেনেট, ও শন উইলয়ামসদের চোখে মুখে জয়ের ক্ষুধা লক্ষনীয় ছিলো। সবশেষ টেস্টটিতে স্বাগতিক বাংলাদেশের কাছে ইনিংস ও ১০৬ রানে হেরেছে জিম্বাবুয়ে। এবার সেই হারের জবাব দিতে মরিয়া আফ্রিকার দলটি।দলে চোট কাটিয়ে অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস, আর অধিনায়ক ক্রেইগ আরভিনের দলে ফেরা বাড়তি সুবিধা দেবে সফরকারীদের। তাদের পাশাপাশি দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা, যিনি তরুণ পেসার নিউম্যান নিয়ামুরির জায়গায় স্কোয়াডে ঢুকেছেন। ১৫ সদস্যের দল নিয়ে বাংলাদেশ সফরে এসা জিম্বাবুয়ে কে পারবে সব শেষ হারের প্রতিশোধ নিতে উত্তরটা তোলা থাকবে ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর