বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত ও সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)— এমনটা জানিয়েছেন জোটটির রাষ্ট্রদূত মাইকেল মিলার।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইইউ উইংয়ের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধার সাথে বৈঠকের পর এ কথা বলেন তিনি।তিনি বলেন, বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক এগিয়ে নেয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। আলোচনাটি বেশ ইতিবাচক ছিল।মাইকেল মিলার আরও বলেন, প্রধান উপদেষ্টার ইউরোপ সফরের জন্য ইইউ কাজ করছে। এই সফরটি হলে তা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ককে জোরদার করতে ভূমিকা রাখবে।এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর