গ্রীষ্মে বৃষ্টির বার্তা নিয়ে প্রকৃতিতে ডানা মেলছে বৈশাখ। এতে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে ঝরেছে স্বস্তির বৃষ্টি। সঙ্গে কখনো তাল মেলাচ্ছে দমকা হাওয়া এবং বজ্রপাত। তবে এই অবস্থার মধ্যেই ঢাকাসহ দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।এছাড়া আজ  বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা-ঝড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে এমন শঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।পোস্টে এই আবহাওয়াবিদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। এ পূর্বাভাস লেখার সময় ব্যাপক বজ্রপাত চলছে রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা ছাড়াও ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার উপরে। এছাড়াও সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে হালকা পরিমাণে বজ্রপাত চলছে।বেলা বাড়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি রংপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে দক্ষিণ দিকের রাজশাহী ও ঢাকা বিভাগের দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ পলাশ। এর ফলে সকাল সাড়ে ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় কোটা আন্দোলনকারীদের সভায় ছাত্রলীগের বাধা
ব্রাহ্মণবাড়িয়ায় কোটা আন্দোলনকারীদের সভায় ছাত্রলীগের বাধা

সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়কারী সানিউর রহমান, শাহালম পালোয়ান, আশিকুর রহমানসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

৪০ বছর ধরে কোরআন বাদাইয়ের কাজ করেন শাহ আলম
৪০ বছর ধরে কোরআন বাদাইয়ের কাজ করেন শাহ আলম

ভোলার চরফ্যাশনে বাড়ি বাড়ি গিয়ে মুসলিমদের পবিত্র ধর্ম গ্রন্থ কোরআন বাদাইয়ের কাজ করে সংসার চালান ষাটোর্ধ মো.শাহে আলম। দীর্ঘ ৪০ Read more

অবশেষে কিশোরগঞ্জে শান্তির বৃষ্টি, জনজীবনে স্বস্তি
অবশেষে কিশোরগঞ্জে শান্তির বৃষ্টি, জনজীবনে স্বস্তি

গ্রীষ্মকাল শুরুর পর দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টিপাত হলেও কিশোরগঞ্জ জেলা শহরসহ জেলার অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হয়নি। বৃষ্টিপাত না হওয়ার Read more

ভিসা ছাড়াই থাইল্যান্ডে যেতে পারবেন অফিসিয়াল পাসপোর্টধারীরা
ভিসা ছাড়াই থাইল্যান্ডে যেতে পারবেন অফিসিয়াল পাসপোর্টধারীরা

ভিসা ছাড়াই থাইল্যান্ডে যেতে পারবেন বাংলাদেশের অফিসিয়াল পাসপোর্টধারীরা। এজন্য একটি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন