কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১৪ তে বর্ষাকালে সম্ভাব্য পাহাড়ধসের ঝুঁকিতে থাকা ১৫০ পরিবারের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে সেড নির্মাণ শুরু করেছে বেসরকারি সংস্থা ছওয়াব। প্রকল্পটি চলতি বছরের ২৮ জানুয়ারি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন পায়।ছওয়াব জানায়, ক্যাম্প ১৪-এর বিভিন্ন ব্লকে বসবাসরত ৩২২টি অতিঝুঁকিপূর্ণ পরিবারের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ১৫০ পরিবারকে বর্ষার আগেই নিরাপদ স্থানে সরিয়ে আনাই এই প্রকল্পের মূল লক্ষ্য। গত বছর একই ক্যাম্পে পাহাড়ধসে প্রাণ হারান ৭ জন রোহিঙ্গা, নিখোঁজ হন আরও একজন। সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি ঠেকাতে এটি একটি জরুরি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।সম্প্রতি একটি সংবাদে দাবি করা হয়, ক্যাম্প-১৪–তে নতুন করে আগত রোহিঙ্গাদের জন্য সেড নির্মাণের নামে বনভূমি উজাড় করে, গাছ কেটে এবং পাহাড় কেটে জায়গা তৈরি করা হচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে যে এতে আরাকান থেকে নতুন রোহিঙ্গারা আসতে উৎসাহিত হবে।তবে সরেজমিনে ভিন্ন চিত্র দেখা গেছে। নতুন সেড নির্মাণকাজ চলছে ক্যাম্প-১৪ এর ই-৩ ব্লকে, যা আগে একটি খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হতো। স্থানীয় রোহিঙ্গা অধিবাসীরা জানান, এটি একসময় হাতির চলাচলের জায়গা ছিল, পরে স্থানীয় যুবকরা গর্ত ভরাট করে এটি খেলাধুলার উপযোগী মাঠে রূপান্তর করে।থাইংখালীর বিট কর্মকর্তা বিকাশ দাশ বলেন, “এটি বন বিভাগের আওতাধীন জায়গা হলেও ২০১৭ সালে রোহিঙ্গারা আসার পর থেকে এটি কাঁটাতারের ভেতরে পড়েছে এবং পরিচালনার দায়িত্বে সিআইসি আছেন। আমি শেল্টার নির্মাণকাজ চলাকালীন সময়ে পরিদর্শন করেছি, গাছ কাটা বা পাহাড় কাটা কিছুই দেখিনি।”ছওয়াবের পক্ষ থেকে ব্যাখ্যা:ছওয়াবের জেনারেল ম্যানেজার লোকমান হোসেন তালুকদার এক লিখিত বিবৃতিতে জানান, “সংবাদে বলা হয় নতুন রোহিঙ্গাদের জন্য সেড তৈরি করা হচ্ছে। অথচ প্রকৃতপক্ষে আমরা ক্যাম্প-১৪ এর পাহাড়ধসে ঝুঁকিতে থাকা দীর্ঘদিন ধরে অবস্থান করা ১৫০টি রোহিঙ্গা পরিবারকে সরিয়ে নিতে এ উদ্যোগ নিয়েছি। নতুন কোনো রোহিঙ্গার জন্য এটি করা হয়নি। বরং প্রকল্পের কাজ শুরুর বহু পরে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগের ঘোষণা আসে, যেটিকে ছওয়াব স্বাগত জানিয়েছে।”তিনি আরও জানান, সেড নির্মাণস্থলটি আগে থেকেই একটি খেলার মাঠ ছিল। সেখানে কোনো বন, গাছপালা বা পাহাড় ছিল না। এমনকি রোহিঙ্গাদের খেলাধুলার জন্য বিকল্প একটি মাঠও তৈরি করে দিয়েছে ছওয়াব। ফলে বন কাটা বা পরিবেশ ধ্বংসের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।সেড নির্মাণস্থলের আশপাশের রোহিঙ্গারা জানান, “এই জায়গাটা আগে হাতির ডেরা ছিল, পরে যুবকরা ভরাট করে খেলার মাঠ বানায়। এখানে কোনো গাছ ছিল না। এখন পাহাড়ধসে ঝুঁকিতে থাকা পরিবারগুলো এখানে আসছে, আমরা তাদের পাশে আছি।”ছওয়াবের জেলা কো-অর্ডিনেটর আবু সাদাত আহমেদ নোহ বলেন, “২০১৭ সাল থেকে আমরা রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছি। ক্যাম্প-১৪ এর ৫টি ব্লকের ৩২২টি অতিঝুঁকিপূর্ণ পরিবারের মধ্যে ১৫০টি পরিবারকে বর্ষার আগেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে ব্লক ই-৩ তে সেড নির্মাণ করা হচ্ছে, যেখানে পানি, স্যানিটেশন ও অন্যান্য সুবিধাও নিশ্চিত করা হবে।”ক্যাম্প-১৪-এর ইনচার্জ ফারুক আল মাসুম বলেন, “ঝুঁকিপূর্ণ এলাকা থেকে রোহিঙ্গাদের সরানো এখন খুব জরুরি। এনজিও ছওয়াব এই প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে, যা বর্ষার আগে বাস্তবায়িত হলে প্রাণহানি কমবে। অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি ছড়ানো হচ্ছে কিছু মহল থেকে।”ছওয়াব জানিয়েছে, প্রকল্পটি এনজিও বিষয়ক ব্যুরো, প্রধান উপদেষ্টার কার্যালয়, শেল্টার সেক্টর এবং ক্যাম্প ইনচার্জের আনুষ্ঠানিক অনুমোদনের ভিত্তিতেই বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি জেআরপি (জয়েন্ট রেসপন্স প্ল্যান)–এর আওতায়ও এসেছে।প্রতিষ্ঠানটির দাবি, “মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমাদের দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। আমরা আশা করি, পত্রিকা সংশোধনী প্রকাশ করে বিভ্রান্তি দূর করবে এবং প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুনর্মূল্যায়নে এনভয়ের সম্পদ বেড়েছে ১৯০ কোটি টাকা
পুনর্মূল্যায়নে এনভয়ের সম্পদ বেড়েছে ১৯০ কোটি টাকা

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের সম্পদ পুনর্মূল্যায়ন করা হয়েছে। পুনর্মূল্যায়নে জমি ব্যতিত কোম্পানিটির অন্যান্য সম্পদের মূল্য বেড়েছে Read more

চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালুর পরিকল্পনা চীনা এয়ারলাইন্সের
চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালুর পরিকল্পনা চীনা এয়ারলাইন্সের

বাংলাদেশ থেকে চীনের কুনমিং শহরে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। মূলত চীনের এই শহরে চিকিৎসা নিতে যাওয়া Read more

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ
ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ

গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চলের রাস্তাঘাট, বাড়ি ঘরে পানি উঠেছে।

সেবা ব্যর্থ হলে শরীয়তপুর সদর হাসপাতাল বন্ধের হুঁশিয়ারি
সেবা ব্যর্থ হলে শরীয়তপুর সদর হাসপাতাল বন্ধের হুঁশিয়ারি

শরীয়তপুর সদর হাসপাতালে কাঙ্খিত সেবা নিশ্চিত না হলে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক Read more

সকালের মধ্যে ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
সকালের মধ্যে ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ দেশের ১৮ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার (১৮ এপ্রিল) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন