ময়মনসিংহের ফুলপুরে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে হলে প্রবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টি করার দায়ে দায়িত্বপ্রাপ্ত ৩ কক্ষ পরিদর্শককে ৫ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া কেন্দ্র সচিবকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর তাকে বহিষ্কারেরও  প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলার ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালীন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়।জানা যায়, গত কয়েক বছর আগে ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা কেন্দ্রের অনুমোদন পায়। আজ সেখানে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নজরে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়।তিনি গিয়ে দেখেন, পরীক্ষার্থীদের হাতে মোবাইল ফোনসহ ব্যাপক বিশৃঙ্খলা ও  অনিয়ম হচ্ছিল। পরে যাচাই বাছাই করে জানতে পারেন, দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শক এবং কেন্দ্র সচিবের এ ব্যাপারে দায়িত্বে অবহেলা রয়েছে। পরে দায়ী ৩ কক্ষ পরিদর্শককে ৫ বছরের জন্য বহিষ্কারের ব্যবস্থা করা হয়। এমনকি কেন্দ্র সচিবকে পাবলিক পরীক্ষা (অপরাধসমূহ) আইন ১৯৮০ -এ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কেন্দ্র সচিবকে বহিষ্কার করার জন্যেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বপালন করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ রাশিদুল ইসলাম।সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, পরীক্ষা সংক্রান্ত যে কোন অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। এছাড়া সকলকে নিয়ম মেনে বিধি মোতাবেক দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অন্যতম ফসল ভুট্টা হলেও নেই প্রসেসিং কেন্দ্র ও সংরক্ষণাগার
অন্যতম ফসল ভুট্টা হলেও নেই প্রসেসিং কেন্দ্র ও সংরক্ষণাগার

খরচ কম লাভ বেশি হওয়ায় ক্রমেই বাড়ছে লালমনিরহাটে ভুট্টা চাষীর সংখ্যা। প্রাপ্ত তথ্যমতে জেলায় ১৯৮৬-৮৭ অর্থবছরে মাত্র ৪০ একর জমি Read more

জাতীয় মৎস্য পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জাতীয় মৎস্য পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘আমার বউ, বাচ্চা, বাবা, মা…সবাই খাবার অভাবে মারা যাইতেছে’ – স্বজনদের উদ্বেগ
‘আমার বউ, বাচ্চা, বাবা, মা…সবাই খাবার অভাবে মারা যাইতেছে’ – স্বজনদের উদ্বেগ

ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ— এই ১১ জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪৪ লাখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন