ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনের লক্ষ্যে টাইমলাইন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।ডাকসু নির্বাচনের জন্য আগামী মে মাসের প্রথম অংশে নির্বাচন কমিশন গঠন করা হবে ও ভোটার তালিকা মে মাসের মাঝামাঝি সময়ে প্রণয়ন করা হবে বলে টাইমলাইনে উল্লেখ করা হয়। তারপর নির্বাচন কমিশনার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে উপাচার্যের সম্মতিতে নির্বাচনের সময়সূচি ঘোষণা করবে।টাইমলাইনে অনুযায়ী গঠনতন্ত্র সংশোধন, নির্বাচনের আচরণবিধি প্রস্তুত করেছে গঠনতন্ত্র সংস্কার কমিটি ও আচরণবিধি প্রণোয়ন কমিটি। ঢাবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই দুটি বিষয়। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবন সূত্রে জানা যায়, চলতি মাসের ২৪ তারিখ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। সেই সিন্ডিকেট সভায় এসব অনুমোদন হতে পারে।টাইমলাইনে উল্লেখ করা হয়েছে, ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের জন্য গঠিত কমিটি ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক ও অনলাইনে সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়েছে। সংস্কার কমিটি মোট ৬ টি বৈঠক করেছে। ডাকসুর গঠনতন্ত্র সংশোধন করে সেটি ছাত্র সংগঠনগুলোর কাছে পাঠানো হয়েছে। বর্তমানে এটি সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় আছে বলে টাইমলাইনে উল্লেখ করা হয়।টাইমলাইনে আরো উল্লেখ করা হয়, আচরণবিধি পর্যালোচনা কমিটি ছাত্র সংগঠনগুলো, সাবেক ডাকসু নেতৃবৃন্দের সাথে ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সদস্যদের সঙ্গে বৈঠক করেছে। কমিটি মোট ৭ টি বৈঠকের পর আচরণবিধি চূড়ান্ত করেছে ও এটিও বর্তমানে সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় আছে বলে টাইমলাইনে উল্লেখ করা হয়।এছাড়া ডাকসু নির্বাচনের জন্য গঠিত পরামর্শ কমিটিও ইতিমধ্যে প্রয়োজনীয় ৯টি আলোচনা সভা করেছে। এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যেই এই কমিটি তাদের কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করবে বলে টাইমলাইনে উল্লেখ করা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোদির ‘বিজয় দিবস’- এর বার্তা ঘিরে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া
মোদির ‘বিজয় দিবস’- এর বার্তা ঘিরে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবসকে ১৯৭১ সালে 'ভারতের ঐতিহাসিক বিজয়' বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্ট্যাটাস দেয়ার পর Read more

আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইউরোপের তিন দেশ
আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইউরোপের তিন দেশ

আজ মঙ্গলবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের তিন দেশ স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে।

আরব আমিরাতে এসএসসিতে ৮ শিক্ষার্থী ফেল
আরব আমিরাতে এসএসসিতে ৮ শিক্ষার্থী ফেল

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি স্কুলগুলোতে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১২ মে) দেশের সাথে মিল রেখেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন