যশোরের মণিরামপুরে খেজুর গাছ থেকে পড়ে এক সন্ন্যাসীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকাল ৪ টার দিকে উপজেলার তাহেরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম দেবপ্রসাদ দেবু ওরফে ছোট্ট (৪০)। তিনি তাহেরপুর গ্রামের অজিত দাসের ছেলে।স্থানীয়রা জানিয়েছেন, চড়ক পূর্জা অর্চনা করতে খেজুর ভাঙ্গা উৎসব ৫০ জন সন্নাসী একত্রিত হন। বিকেলে খেজুর গাছে ওঠেন সন্নাসী ছোট্ট। এসময় অসাবধানবশত গাছের মাথা থেকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।মনিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, খেজুর গাছ থেকে পড়ে ছোট্ট নামে সন্ন্যাসী মারা গেছেন বলে শুনেছেন।এনআই
Source: সময়ের কন্ঠস্বর