টাঙ্গাইলের মির্জাপুরে আসামি গ্রেপ্তার ও বিচার দাবি করে অনুষ্ঠিত মানববন্ধন থেকে আসামির বাড়িতে হামলা ও অগ্নি সংযোগ এবং ভাংচুরের  ঘটনা ঘটেছে।সোমবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া চকবাজার গ্রামে গিয়াস উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।মানববন্ধনে অংশ নেওয়াদের মধ্যে বিক্ষুব্ধরা ওই বাড়ির ৪টি ঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।সংবাদ পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আগুন নেভানোর চেষ্টা করে। পরে সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।স্থানীয়রা জানায়, গত শুক্রবার এই ঘটনার সূত্রপাত। ওইদিন গিয়াস উদ্দিনের কলা বাগানে তারই চাচা আকবর আলীর ছাগল যাওয়াকে কেন্দ্র করে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হামলার শিকার হন আকবর আলী (৬৫)। মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে আশংকাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।শনিবার ওই ঘটনায় গিয়াস উদ্দিনসহ ৫ জনের নামে মির্জাপুর থানায় মামলা দায়ের হয় এবং ওই রাতে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক রাশেদুজ্জামান।এদিকে সোমবার বিকেলে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনে এলাকার ৫ শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে উত্তেজিত জনতার একটি অংশ গিয়াস উদ্দিনের বাড়িতে হামলা ও অগ্নি সংযোগ করে। অগ্নি সংযোগের সময় ওই বাড়ির নারী ও কয়েকজন শিশু সদস্য অবস্থান করছিলেন। তবে তারা নিরাপদ রয়েছেন বলে জানা যায়।মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, পুলিশ-সেনাবাহিনীর যৌথ অবস্থানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবেনা। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ
সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ

সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল Read more

পুলিশকে ‘ওয়েলকাম’ জানিয়ে তিশার পোস্ট
পুলিশকে ‘ওয়েলকাম’ জানিয়ে তিশার পোস্ট

বাংলাদেশ পুলিশ সদস্যদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে কাজে ফিরিয়ে আনার পরামর্শ দিলেন নুসরাত ইমরোজ তিশা। 

রাস্তাটির জন্য ৬ গ্রামের মেয়েদের বিয়ে হয় না 
রাস্তাটির জন্য ৬ গ্রামের মেয়েদের বিয়ে হয় না 

বৃষ্টির পানি জমে সড়কটির বেহালদশা। কাদায় ছোট-বড় গর্তে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন