সারাদেশের ন্যায় জামালপুরের দেওয়ানগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ (১৪৩২) উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা টি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান, সহকারী কমিশনার ভূমি শামসুজ্জামান আসিফ, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার আলমগীর আজাদ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং কলেজ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সহ আরও অনেকে। অপরদিকে উপজেলা বিএনপির আয়োজনে আনন্দ শোভাযাত্রা বেড় হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। আনন্দ শোভাযাত্রায় অংশ নেন উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এমআর
Source: সময়ের কন্ঠস্বর