নারায়ণগঞ্জে পূর্ব ঘোষণা অনুযায়ী পালিত হলো ‘মার্চ ফর ইউনুস’ কর্মসূচি পালিত হয়েছে৷ ‘আগে সংস্কার, পরে নির্বাচন’ স্লোগানে শহরের নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিকালে ওই কর্মসূচি পালিত হয়৷ এতে অংশ নেন ১৫জন৷ এসময় দেশের চলনান সংস্কার বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়৷ মূলত রবিবার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘মার্চ ফর ড. ইউনুস’- এর ডাক দেন নারায়ণগঞ্জের কয়েকজন। যা নিয়ে জাতীয় ও স্থানীয় একাধিক গণমাধ্যম গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশ করে৷ ঘোষণামাফিক বিকাল সাড়ে পাঁচটার দিকে তারা শহরের চাষাঢ়ায় অবস্থিত প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বক্তব্য রাখেন৷ কর্মসূচির অন্যতম উদ্যোক্তা আলিফ দেওয়ান জানান, ‘আমরা কেউই নির্বাচনের বিপক্ষে নই। আমরা চাই দেশের মানুষ এই অন্তর্বতীকালীন সরকারের প্রতি পুর্ণ আস্থা রাখুক এবং সঠিক সংস্কারযুক্ত নির্বাচন হোক।’এমআর
Source: সময়ের কন্ঠস্বর