রাশিয়ার আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেনের বাস্তবতা সরেজমিনে দেখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।রবিবার (১৩ এপ্রিল) সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, যেকোনো ধরনের আলোচনা শুরুর আগে অনুরোধ করছি-আসুন, আমাদের জনগণকে, বেসামরিক মানুষদের, যোদ্ধাদের, হাসপাতাল, গির্জা, ধ্বংসপ্রাপ্ত বা নিহত শিশুদের দেখে যান।’তিনি বলেন, ‘এই সফরের পর আপনি বুঝতে পারবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসলে কী করেছেন এবং কাদের সঙ্গে আপনি চুক্তি করছেন।’জেলেনস্কির এই মন্তব্যের পেছনে রয়েছে ফেব্রুয়ারির শেষ দিকে হোয়াইট হাউসে ঘটে যাওয়া উত্তপ্ত বাক্য বিনিময়, যেখানে জেলেনস্কি, ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স  সংবাদমাধ্যমের সামনে মুখোমুখি হন।ওই সময় ভ্যান্স অভিযোগ করেছিলেন, ইউক্রেন বিদেশি নেতাদের ‘প্রচারণামূলক সফর’-এর অংশ করে তুলছে।জেলেনস্কি আবারও সেই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ‘ট্রাম্প যদি ইউক্রেন সফরে আসেন, আমরা কোনো আয়োজন করব না। এটি কোনো নাটক হবে না। আপনি চাইলে যেকোনো আক্রান্ত শহরে যেতে পারবেন।’প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধে দ্রুত ইতি টানতে চান ট্রাম্প। যুক্তরাষ্ট্র একদিকে যেমন সরাসরি রাশিয়ার সঙ্গে আলোচনা করছে, অন্যদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গেও যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা চলছে। ইউরোপীয় দেশগুলো যুদ্ধবিরতি বাস্তবায়নে সামরিক সহায়তা পাঠানোর কথাও বিবেচনা করছে।জেলেনস্কি জানান, কিয়েভ আগে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একতরফা যুদ্ধবিরতিতে সম্মত হলেও মস্কো তা প্রত্যাখ্যান করেছে।তিনি বলেন, ‘পুতিনের ওপর আস্থা রাখা যায় না-আমি ট্রাম্পকে বহুবার এটা বলেছি। কাজেই যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার কারণ জানতে চাইলে এটাই বলব।’জেলেনস্কির ভাষায়, ‘পুতিন কখনও যুদ্ধ শেষ করতে চায়নি। ও আমাদের স্বাধীনতা চায়নি, বরং আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের মানুষকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে চেয়েছে।’নিজ শহর ক্রিভি রিহ থেকে সিবিএসকে দেওয়া এই সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘পুতিনের প্রতি আমার ঘৃণা শতভাগ। কেউ একজন এসে যদি আমাদের মানুষদের, আমাদের শিশুদের হত্যা করে- আপনি কীভাবে অন্য কিছু ভাববেন?’তবে জেলেনস্কি মনে করেন, এই ঘৃণাবোধ যুদ্ধ শেষ করার চেষ্টা থামিয়ে দিতে পারে না। তার মতে, ন্যায্য শান্তির মানে ‘আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা হারানো নয়’, বরং যেকোনো মূল্যে ‘রাশিয়ার দখলে থাকা সব ভূখণ্ড পুনরুদ্ধার।’তিনি বলেন, ‘আমরা যা কিছু আমাদের, তা পুনরুদ্ধার করবই-কারণ আমরা তা হারাইনি, রাশিয়ানরাই তা ছিনিয়ে নিয়েছে।’ এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করলেন যুবলীগ কর্মী
এবার শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করলেন যুবলীগ কর্মী

এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন যুবলীগের এক কর্মী। তার নাম কফিল উদ্দিন।  চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী Read more

বিএন‌পি থাক‌তে অদৃশ‌্য শ‌ক্তি দেশ চালা‌তো: কা‌দের 
বিএন‌পি থাক‌তে অদৃশ‌্য শ‌ক্তি দেশ চালা‌তো: কা‌দের 

সরকারের বিরুদ্ধে বিএনপি অব্যাহত মিথ্যাচার ও অপপ্রচার করছে মন্তব‌্য ক‌রে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএন‌পির অবস্থা এমন যে, রৌদ্রজ্জ্বল Read more

‘ট্যাক্সের আয়ের চেয়ে সরকারের তামাকজনিত চিকিৎসা ব্যয় অনেক বেশি’
‘ট্যাক্সের আয়ের চেয়ে সরকারের তামাকজনিত চিকিৎসা ব্যয় অনেক বেশি’

তামাকখাত থেকে সরকার প্রতিবছর যে পরিমাণ ট্যাক্স পায় তার থেকে কয়েকগুণ বেশি তামাকজনিত চিকিৎসায় ব্যয় হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী Read more

গাজীপুরে গুলিবিদ্ধ কলেজছাত্রের চিকিৎসায় অর্থসংকট 
গাজীপুরে গুলিবিদ্ধ কলেজছাত্রের চিকিৎসায় অর্থসংকট 

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সোমবার (৫ আগস্ট) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশগ্রহণকালে গাজীপুরের আনসার একাডেমির সামনে আনসার বাহিনীর গুলিতে গুরুতর আহত Read more

রোমাঞ্চ ছড়িয়ে দ. আফ্রিকার জয়ের হাসি
রোমাঞ্চ ছড়িয়ে দ. আফ্রিকার জয়ের হাসি

৬ রান যোগ করে পরাজয়ের ব্যবধান কমান কুরান ও আর্চার।     

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন