সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) দেশের উচ্চশিক্ষার বিকল্প স্বপ্ন হিসেবে যাত্রা শুরু করেছিল যে প্রতিষ্ঠানটি। যার প্রাণ ছিলেন জনস্বাস্থ্য বিপ্লবের চিন্তানায়ক ডা. জাফরুল্লাহ চৌধুরী। নারী, প্রান্তিক আর অবহেলিত জনগোষ্ঠীর মুক্তির জন্য যে কণ্ঠ ছিল দৃঢ়, সেই বিশ্ববিদ্যালয়ই এখন ২৬ বছর পার করে ফেললেও ব্যর্থ হয়েছে নারী শিক্ষার্থীদের জন্য একটি ছাত্রী হল নির্মাণে।২৬ বছরে না গড়া হল হয়েছে প্রতিশ্রুতির পাহাড়। বিশ্ববিদ্যালয়টিতে প্রতিষ্ঠার পর থেকে উপাচার্য বদলেছে একাধিকবার, হয়েছে অসংখ্য সভা-সেমিনার, উচ্চারিত হয়েছে ‘অগ্রগতি’ আর ‘উন্নয়ন’ তবে বাস্তবে এখনো নির্মিত হয়নি একটি মাত্র ছাত্রীনিবাস। প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো প্রকল্প পরিকল্পনা, নেই বাজেট বরাদ্দ, এমনকি নেই একটি সুস্পষ্ট সময়সীমাও। এটি শুধু অব্যবস্থাপনার প্রশ্ন নয় এটি একটি প্রতিষ্ঠান কীভাবে নারী শিক্ষার্থীদের মৌলিক নিরাপত্তা ও মর্যাদাকে অগ্রাহ্য করতে পারে, তার নির্মম উদাহরণ।জানা যায়, বর্তমানে গবিতে অধ্যয়নরত নারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২ হাজারেরও বেশি। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের থাকার জন্য নেই কোনো আবাসিক হল। ফলে এই শিক্ষার্থীরা কেউ কেউ ৩০-৪০ কিমি দূরের বাসা থেকে প্রতিদিন যাতায়াত করছেন; কেউ বা স্থানীয় এলাকায় চড়া দামে বাসা ভাড়া খুঁজে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।ছাত্রীদের থাকার বাসাগুলোতে প্রতিমাসে গুনতে হচ্ছে ৫ থেকে ৭ হাজার টাকা করে, অথচ সেই অর্থও দিতে হচ্ছে নিরাপত্তাহীন পরিবেশে। সন্ধ্যার পর রাস্তায় ইভটিজিং, ছিনতাই, টিউশন থেকে ফেরার পথে হয়রানি এখন নিত্যদিনের অভিজ্ঞতা। এমন ঘটনায় পরিবারগুলো চিন্তিত, শিক্ষার্থীরাও আতঙ্কিত। তবুও প্রশাসন ‘প্রক্রিয়াধীন’ বলেই দায়িত্ব এড়ায়, কিন্তু একবারও সরাসরি মুখোমুখি হয় না প্রশ্নের: এইসব ঘটনার দায় কে নেবে?বায়োকেমিস্ট্রি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ফাহিমা আমিন বলেন, “আমার প্রতিদিনের যাত্রাটা যুদ্ধের মতো। বাসা থেকে বিশ্ববিদ্যালয়  ৪০ কিমি দূরে। প্রতিদিন লোকাল বাসে চেপে আসতে হয়। কখনো বাসে উঠতে দেয় না, কখনো অতিরিক্ত ভাড়া নেয়, কখনো বাজে মন্তব্য শুনতে হয়। নতুন এলাকায় বাসা খুঁজে থাকা কষ্টকর, পরিবারও চিন্তায় থাকে সারাক্ষণ। ক্লাসে মন দিতে পারি না। এই বয়সে বাসা ভাড়া, রান্নাবান্না, নিরাপত্তা—সব মিলিয়ে জীবনটা অসম্ভব হয়ে পড়ে। একটা ছাত্রী হল থাকলে অন্তত এই লড়াইটুকু কমত।”ফার্মেসি বিভাগের প্রভাষক তানিয়া আহমেদ তন্বী বলেন, আমি একজন শিক্ষক, কিন্তু এর আগে আমি এই প্রতিষ্ঠানেরই ছাত্রী ছিলাম। জানি, মেয়েদের জন্য এখানে পড়তে আসা মানে প্রতিনিয়ত এক অনিশ্চয়তার সঙ্গে যুদ্ধ। একটা সময় পরে মেয়েরা ক্লাস বাদ দেয়, টিউশন নেয়া বাদ দেয় শুধু নিরাপত্তার জন্য। আমাদের বিশাল ক্যাম্পাসে জায়গার অভাব নেই, ইচ্ছার অভাবটাই বড়। ছাত্রীনিবাস শুধু দরকার নয়, এটি ন্যায্য অধিকার। এতে ছাত্রীরা নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারবে, দূর থেকে আরও শিক্ষার্থীরা আসবে এবং বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে থাকা তাদের জন্য বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে।এদিকে গবির আশেপাশেই রয়েছে অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়। নিকটবর্তী ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে  তিনটি সুসজ্জিত ছাত্রী হল রয়েছে- চেয়ার, টেবিল, ওয়াই-ফাই, পানি এবং জেনারেটরসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৫ হাজার।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন বলেন, হলের জন্য স্থান সমীক্ষা সম্পন্ন করা হয়েছে। বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে। কাজগুলো চলমান রয়েছে, আমরা আশা করছি এই বছরের শেষের দিকে নির্মাণ কাজ শুরু করতে পারবো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাম পরিবর্তনের দাবিতে উত্তাল কালিয়াকৈর ডিজিটাল ইউনিভার্সিটি
নাম পরিবর্তনের দাবিতে উত্তাল কালিয়াকৈর ডিজিটাল ইউনিভার্সিটি

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। সম্প্রতি শিক্ষার্থীরা কালিয়াকৈর ডিজিটাল ইউনিভার্সিটি নাম পরিবর্তন Read more

একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় রিয়ার মা-বাবা
একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় রিয়ার মা-বাবা

রিয়া গোপ নামের ছয় বছরের ফুটফুটে শিশুটি সারা বাড়ি মাতিয়ে রাখতো। এ বছর নারায়ণগঞ্জের নয়ামাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে Read more

এমপি আনার হত্যা মামলার প্রতিবেদন ১৫ সেপ্টেম্বর
এমপি আনার হত্যা মামলার প্রতিবেদন ১৫ সেপ্টেম্বর

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার খুনের উদ্দেশ্য অপহরণের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর তারিখ Read more

দেশে চাঁদাবাজির প্র্যাকটিস আর হবে না: আসিফ মাহমুদ
দেশে চাঁদাবাজির প্র্যাকটিস আর হবে না: আসিফ মাহমুদ

দেশে পূর্বের মতো আর চাঁদাবাজি চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তিনি বলেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন