ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় গ্রাম্য শালিসে না আসায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শালিসকারীদের বিরুদ্ধে।রবিবার (১৩ এপ্রিল) দুপুরে নাওগাঁও ইউনিয়নের নাওগাঁও দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পলাশীহাটা গ্রামের মো. রিপন (৩২), নাওগাঁও গ্রামের মোজাম্মেল হক (৬৫), আল আমিনকে (১৩) আটক করে।বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতারুল আলম। এ ঘটনার পর থেকে গ্রেফতার আতংকে গ্রামটি প্রায় পুরুষ শুন্য হয়ে পড়েছে। যারা গ্রামে আছেন তারাও ভয়ে কোন কিছু বলতে রাজি হয়নি।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাবা আব্দুল গফুর (৪০) ও ছেলে মেহেদী হাসান (১৫)- এর বিরুদ্ধে মাদকদ্রব্য বিক্রি ও চুরি ঘটনায় নিজ গোষ্ঠীর পাশাপাশি অতিষ্ঠ হয়ে পড়ে গ্রামের মানুষ। এ নিয়ে কয়েক দিন যাবৎ গ্রামে শালিস বসার কথা ছিল। এদিন দুপুরে গফুরের বাড়ি সংলগ্ন নাওগাঁও হোসেনীয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সামনে গ্রামের শত শত মানুষের শালিস বসে। শালিসে আ.গফুর ও মেহিদী হাসান উপস্থিত না হয়ে নিজ ঘরে রাম দা নিয়ে বসে থাকে। বাবা-ছেলের খোঁজে শালিসের লোকজন বাড়িতে গেলে দা নিয়ে ঘর থেকে বের হয়ে আসে গফুর। এসময় শালিসে উপস্থিত বিক্ষুব্ধ লোকজন দা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গফুর ও তার ছেলে মেহেদী হাসানকে হত্যা করে। বাবা ছেলেকে হত্যা করার পর শতশত মানুষ রাঙ্গামাটিয়া গ্রামে গিয়ে হারুন অর রশিদ নামের আরেকজনের বাসা, দোকান ঘর ও একটি মাজার ভাংচুর করেন।নিহত গফুরের স্ত্রী শিল্পি আক্তার বলেন,  স্থানীয় হাবিবুর রহমানসহ শতশত মানুষ শালিসের নামে আমার স্বামী ও ছেলেকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে। যত অপরাধই করে থাকুক দেশে আইন আছে, আইনের মাধ্যমে বিচার হতো। বাবা ছেলেকে কেন নির্মমভাবে হত্যা করল তাঁরা।বাবা ছেলে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই শালিসকারীরা ঘা ঢাকা দিয়ে মোবাইলফোন বন্ধ করে রেখেছে।এ ঘটনায় ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকনুজ্জামান বলেন, নিহত বাবা-ছেলের বিরুদ্ধে এলাকায় মাদকদ্রব্য বিক্রি ও চুরির অভিযোগ রয়েছে। এসব কারণে তাদের নিজের গোষ্ঠীর লোকজনও অতিষ্ঠ ছিল বলে গ্রামের লোকজন জানিয়েছেন। সে কারণে শতাধিক মানুষের উপস্থিতিতে বাবা-ছেলের বিরুদ্ধে গ্রাম্য শালিস বসেছিল, কিন্তু তারা শালিসে না আসায় বিক্ষুদ্ধরা গিয়ে বাড়িঘরে হামলা ভাংচুর চালায়। এঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং হত্যা মামলা প্রক্রিয়াধীন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্দোলন দমা‌তে হত্যাকাণ্ড চালাচ্ছে সরকার: এবি পার্টি
আন্দোলন দমা‌তে হত্যাকাণ্ড চালাচ্ছে সরকার: এবি পার্টি

এই হামলার সাথে যারা জড়িত তাদের মানবতাবিরোধী ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে।

নিজস্ব কারখানায় তৈরি চামড়া পণ্য রপ্তানিতেও মিলবে নগদ সহায়তা
নিজস্ব কারখানায় তৈরি চামড়া পণ্য রপ্তানিতেও মিলবে নগদ সহায়তা

শতভাগ রপ্তানিমুখী উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি এখন থেকে নিজস্ব কারখানায় তৈরি চামড়াজাত দ্রব্য রপ্তানি করলে নগদ সহায়তা দেবে সরকার।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন