নেত্রকোনার হাওড় অঞ্চল খালিয়াজুরীতে ধনু নদের পাড়ের মাটি ভেঙে পড়ে নৌকায় ঘুমে থাকা আলখাছ মিয়া (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।রবিবার(১৩ এপ্রিল) বিকেলে উপজেলার জগন্নাথপুর এলাকায় ধনু নদের ফেরি ঘাটে এ ঘটনা ঘটে।নিহত আলখাছ মিয়া উপজেলার জগন্নাথপুর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে। তিনি বিআইডব্লিউটিয়ে আউটসোর্সিংয়ে কর্মরত ছিলেন। আলখাছ মিয়া ধনু নদে কার্গো-বাল্কহেড চলাচলে সংকেত (মার্কার) দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলখাছ মিয়া বিআইডব্লিউটিয়ে কর্মী হিসেবে ধনু নদে গভীরতা অনুযায়ী কার্গো-বাল্কহেড চলাচলে সহায়তার জন্য সংকেত দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। প্রতিদিনের মত রবিবার দুপুরে ছোট নৌকা নিয়ে তার কাজ শেষে ক্লান্ত হয়ে জগন্নাথপুর ফেরি ঘাটে ধনু নদের কিনারায় নৌকায় ঘুমাচ্ছিলেন। এসময় হঠাৎ নদের পাড় ভেঙে বিশাল মাটির খণ্ড তার নৌকার ওপর পড়ে নৌকাসহ ডুবে গিয়ে মাটির নিচে চাপা পড়েন আলখাছ মিয়া। পরে স্থানীয় লোকজন ও লেপশিয়া বাজার নৌ-পুলিশ নৌকাসহ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করার প্রক্রিয়া চলমান। এনআই
Source: সময়ের কন্ঠস্বর