গাজীপুরের শ্রীপুরে এক এসএসসি পরীক্ষার্থী কিশোরীর গর্ভপাত ঘটিয়ে গুমের অভিযোগ উঠেছে প্রেমিকসহ ছয়জনের বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর মা শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগকারী নারী জানান, তিনি শ্রীপুর উপজেলার একটি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তাঁর মেয়ে একজন এসএসসি পরীক্ষার্থী।অভিযোগে বলা হয়, প্রায় দুই বছর আগে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মেহেদী হাসান (২১)। একপর্যায়ে বিয়ের প্রলোভনে মেহেদী একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এতে করে মেয়েটি ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে মেহেদী বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তালবাহানা শুরু করে।পরবর্তীতে মেয়েটির মা অভিযোগে উল্লেখ করেন, মেহেদীর সহযোগী হিসেবে অভিযুক্তরা জয় (২৫), ইউছুফ আলী (৫৫), জুয়েল (৩৭), সবুজ (৩০) ও রানা (১৮) পরস্পর যোগসাজশে গত ১০ এপ্রিল রাত ৮টার দিকে মেয়েটিকে বাসা থেকে ডেকে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।এর দুদিন পর, ১২ এপ্রিল রাত ৯টার দিকে অভিযুক্ত রানা অসুস্থ অবস্থায় মেয়েটিকে তার মায়ের বাসার সামনে ফেলে যায়। পরে জিজ্ঞাসাবাদে মেয়েটি জানায়, তাকে মাস্টারবাড়ী এলাকার একটি দোকানের সামনে থেকে তুলে নিয়ে প্রাইভেটকারে করে ময়মনসিংহের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অজ্ঞান অবস্থায় তার গর্ভপাত ঘটানো হয় এবং গর্ভের সন্তানটির মরদেহ গুম করে ফেলা হয়।এ ঘটনায় অভিযুক্ত মেহেদীর মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।এ বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, “অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সড়কে নারীর মরদেহের পাশ থেকে জীবিত শিশু উদ্ধার
সড়কে নারীর মরদেহের পাশ থেকে জীবিত শিশু উদ্ধার

নেত্রকোণার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রামের একটি কাঁচা সড়কের পাশ থেকে ৩০ বছর বয়সী নারীর মরদেহ উদ্ধার হয়।

আদানির বিদ্যুতের বকেয়া অর্থ পরিশোধ করা হবে: অর্থমন্ত্রী
আদানির বিদ্যুতের বকেয়া অর্থ পরিশোধ করা হবে: অর্থমন্ত্রী

ভারতীয় শিল্পগ্রুপ আদানি গ্রুপের কাছ থেকে কেনা বিদ্যুতের বকেয়া পরিশোধ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এক Read more

চলন্ত ট্রেনে গণধর্ষণ: দায়ীদের কঠোর শাস্তি দাবি      
চলন্ত ট্রেনে গণধর্ষণ: দায়ীদের কঠোর শাস্তি দাবি      

চট্টগ্রামগামী চলন্ত ট্রেনে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এ ঘটনায় দায়ীদের কঠোর শাস্তির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন