অধিক লাভের আশায় ভুট্টা চাষ করে এখন ন্যায্য মূল্য না পেয়ে হতাশ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চাষিরা। এক সপ্তাহের ব্যবধানে ভুট্টার দাম মন প্রতি কমেছে প্রায় ১৫০ টাকা। দিন যত যাচ্ছে ভুট্টার দাম ক্রমান্বয়ে কমতে শুরু করেছে। মহাজনের হালখাতা, চৈত্র মাসে জমি লিজের টাকা পরিশোধ করার জন্য কৃষকেরা মজুদ না করে বাধ্য হয়ে অল্প দামে কাঁচা ভুট্টা বিক্রি করে দিচ্ছেন। প্রথম দিকে কাঁচা ভুট্টার দাম প্রতি মন ৯৫০ টাকা থেকে ৯৮০ টাকা দরে বিক্রি হলেও এখন দাম কমে ৮০০ টাকা থেকে ৮২০ টাকায় বিক্রি হচ্ছে। শুকনো ভুট্টার দামও মন প্রতি ১৫০ টাকা কমেছে।স্থানীয় চাষিরা বলছেন, পরবর্তী চাষের জন্য হঠাৎ করে সব কৃষক এক সাথে ভুট্টা মাড়ায় শুরু করেছে। সরবরাহ বেড়ে যাওয়ার কারনে ভুট্টার দাম কমতে শুরু করেছে। কেউ কেউ আবার ভুট্টার দাম কমার পেছনে কিছু অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ী করেছেন।উপজেলার মৃগমারী গ্রামের ভুট্টা চাষি সুলতান হোসেন বলেন, অন্যের কাছ থেকে বর্গা নিয়ে ২ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলাম। সার, কীটনাশক, পানিসেচ ও শ্রমিক খরচ বাবদ বিঘা প্রতি পনেরো হাজার টাকা খরচ হয়েছে। এখন বাজারে প্রতি মন কাঁচা ভুট্টা ৮১০ টাকা থেকে ৮২০ টাকা এবং শুকনা ভুট্টা ১০৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে জমির মালিকেরা জমির লিজের দাম বাড়িয়ে দিয়েছে। আবার সার কীটনাশকসহ উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। বর্তমান বাজারে ভুট্টা বিক্রি করলে ঘর থেকে জমি লিজের টাকা দিতে হবে।আন্দুলবাড়িয়া গ্রামের আব্দুস সালাম বলেন, প্রথমদিকে কাঁচা ভুট্টা মন প্রতি ৯০০ টাকা থেকে ৯৫০ টাকা দরে বিক্রি হলেও এখন দাম অনেক কমে গেছে। ভুট্টা বিক্রি করে মহাজনের হালখাতা করতে হবে। যার কারনে বাধ্য হয়ে অল্প দামে ভুট্টা বিক্রি করে দিয়েছি। ভুট্টা ব্যবসায়ী এক সপ্তাহ পর টাকা দিবে বলেছে। জীবননগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৬ হাজার ১২০ হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, এলাকার ফসলের মাঠ ঘুরে কৃষকদের ভুট্টা সংগ্রহ করতে দেখা গেছে। বাড়িতে বাড়িতে কৃষক কৃষাণীরা এখন ভুট্টা মাড়ায় কাজে ব্যস্ত সময় পার করছেন। কেউ আবার কাঁচা ভুট্টা রোদে শুকাতে ব্যস্ত রয়েছেন। গতবছর ভালো দাম থাকায় এবার এ উপজেলায় বেড়েছে ভুট্টা চাষ। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১২ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণ, দাদা গ্রেপ্তার
১২ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণ, দাদা গ্রেপ্তার

যশোরে এবার দাদার লালসার শিকার হয়েছে তার ১২ বছরের শিশু পুতনি। মণিরামপুর উপজেলার হাজরাকাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। সোমবার (১৭ মার্চ) Read more

এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা
এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এবার মামলা দায়ের করেছে হার্ভার্ড ইউনিভার্সিটি। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বিলিয়ন ডলারের অর্থ কাটছাঁট ঠেকাতে Read more

ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত

ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিভিন্ন থানায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার ৬৫ জনকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ফরিদপুরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন