যশোরের চৌগাছায় ড্রাগন ক্ষেতে গাঁজা চাষের অভিযোগে রিয়াজ উদ্দিন (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) বিকেলে চৌগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। রিয়াজ উদ্দিন চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের কেসমত খানপুর গ্রামের আজগর আলীর ছেলে। চৌগাছা থানার এস আই মেহেদী হাসান মারুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিসমত খানপুর মাদক ব্যবসায়ী রিয়াজ ড্রাগন ক্ষেতে গাঁজার চাষ করেছে। শনিবার বিকেলে অভিযান চালিয়ে ড্রাগন ক্ষেত দুটি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী রিয়াজকে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এসআর
Source: সময়ের কন্ঠস্বর