ইসরায়েলি পণ্য বর্জনের দাবি করে গাজীপুরের বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর এর ঘটনা ঘটেছে। এসময় কোনাবাড়ী ও কাশিমপুরে বেশ কয়েকটি পোশাক কারখানায়ও হামলা চালায় বিক্ষোভকারীরা।শনিবার (১২ এপ্রিল)মার্চ ফর গাজা এর প্রতি সংহতি জানিয়ে গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর, কালিয়াকৈর, টঙ্গী, বোর্ডবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে হাজার হাজার পোশাক শ্রমিকরা। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শান্তি পূর্ণ মিছিল করলেও বিকেলে কোনাবাড়ী এলাকায় স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড, কনকর্ড নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং কাশিমপুরে ডিবিএল গ্রুপের মাইমুন ও মতিন গার্মেন্টস খোলা রাখায় ইসরায়েলি আগ্রাসান বিরোধী মিছিল থেকে হামলা ও ভাংচুর চালায়। কোনাবাড়িতে বাটা শো-রুম, আজওয়া,পিজ্জা হল, এপেক্স, স্বপ্ন সুপার শপ, বিউটি সুইটমিটসহ প্রায় ১৫ থেকে ২০টি দোকানে হামলা ও ভাংচুর চালায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কোনাবাড়িতে আবাসিক হোটেল রেইনবো ও মুনে হামলা ও  ভাংচুর চালায়। এসময় রেইনবো হোটেল থেকে পিছন দরজা দিয়ে কয়েকজন যৌনকর্মী দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় একজন যৌনকর্মীকে বিক্ষুব্ধ জনতা আটক করে বেদম-মারপিট করে।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অপরদিকে বিক্ষিপ্ত জনতা মুন হোটেল থেকে আসবাবপত্র বের করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আগুন ধরিয়ে দেয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো কোনাবাড়িতে। এছাড়াও স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড এর এডমিন ম্যানেজার ইউসুফ আলী বলেন,বিকেলে বহিরাগত শ্রমিকরা এসে আমাদের কারখানায় হামালা চালায়। এসময় তিনি আরও বলেন, আমি একটি মিটিংয়ে আছি পরে কথা বলছি বলে ফোন কেটে দেন।কাশিমপুরে ডিবিএল গ্রুপের এইচ আর জিএম মো. নাইমুর রহমান বলেন, বিকেল সাড়ে তিনটার সময় কিছু শ্রমিক ২নং গেটে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে তারা বড় একটি মিছিল নিয়ে এসে আমার কারখানার ভিতরে প্রবেশের চেষ্টা করলে ছুটি ঘোষণা করা হয়। তিনি আরও বলেন, আমাদের মতিন স্পিং মিলস, এবং জিতার মোড়ে মাইমুন লিঃ হামলা ও ভাংচুর চালানো হয়।এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার আবু মোহাম্মদ নাসের আল আমিন বলেন, বিকেলে কোনাবাড়ী ও কাশিমপুরে ইসরায়েলি আগ্রাসান বিরোধী মিছিল থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে। কোনাবাড়ীতে ইসরায়েলি পণ্য বয়কটের দাবি জানিয়ে বেশ কিছু দোকান পাট ও শপিংমলে হামলা ও ভাংচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় দুই ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনলে যানচলাচল স্বাভাবিক হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইপিআই-তে যুক্ত হচ্ছে টাইফয়েড ও মশার টিকা
ইপিআই-তে যুক্ত হচ্ছে টাইফয়েড ও মশার টিকা

আগামী বছর থেকে শিশুদের জন্য সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) যুক্ত হচ্ছে টাইফয়েড ও মশাবাহিত রোগের জন্য নতুন দুই টিকা। টাইফয়েডের Read more

তাদের প্রকৃত নাম কী
তাদের প্রকৃত নাম কী

রুপালি জগতে পা রেখে অনেক তারকা অভিনয়শিল্পী বদলে ফেলেছেন নিজের নাম। বলিউডের গুরু দত্ত, রাজ কাপুর, দিলীপ কুমার থেকে অমিতাভ Read more

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন স্টারমার
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন স্টারমার

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসাবে রাজা চালর্সের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। শুক্রবার বাকিংহাম প্রাসাদ থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন