ইস্কান্দার পুটেরির ইকো গ্যালারিয়ার কাছে একটি নির্মাণ প্রজেক্টে এক যৌথ অভিযানের সময় ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিসাররা অভিবাসী কর্মীদের বৈধ নতিপত্র যাচাই করার জন্য অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পালানোর চেষ্টারত একজন বিদেশি কর্মীর ধাক্কায় মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) এর ঊর্ধ্বতন কর্মকর্তা আহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় দেশটির গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এসময় বাংলাদেশীসহ বিভিন্ন দেশের ১৪৮ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। তবে আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা জানায়নি অভিবাসন বিভাগ। এসময় ইকো গ্যালারি এলাকায় ইমিগ্রেশন পুলিশ সদস্যরা যখন উপস্থিত হয় তখন তাদের দেখে অভিবাসী শ্রমিকরা এদিক সেদিক প্রাণপণ ছুটতে থাকে। এসময় দিশেহারা হয়ে এক অভিবাসী শ্রমিক পালানোর সময় এক পুলিশ কর্মকর্তার গায়ে ধাক্কা লাগলে তিনি মাটিতে পড়ে যান। এতে এ পুলিশ কর্মকর্তার পা ভেঙ্গে যায়।  জোহর ইমিগ্রেশনের উপ-পরিচালক (নিয়ন্ত্রণ) নর ফয়জল রহিম বলেন, ভুক্তভোগীর বাম উরুর হাড় ভেঙে গেছে এবং আরও উন্নত চিকিৎসার জন্য সুলতানা আমিনা হাসপাতালে (এইচএসএ) ভর্তি করা হয়েছে।এদিকে, নর ফয়জল বলেন, সকাল ১০.৪০ টায় অভিযানে, ইস্কান্দার পুটেরির এলাকার তামান জোহর জায়ার একটি নির্মাণস্থল এবং ইকো গ্যালেরিয়ার কাছে একটি অভিবাসী শ্রমিক বসতিতে৷ এ অভিযান চালানো হয়। আটককৃতরা সবাই মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল এবং ভারতের নাগরিক। গ্রেপ্তারকৃতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।নর ফয়জল বলেন, আটককৃত সকলেই বৈধ ভ্রমণ নথি এবং ওয়ার্ক পারমিট দেখাতে ব্যর্থ হয়েছেন এবং তাদের সামাজিক পরিদর্শন পাসের অপব্যবহারের অভিযোগ রয়েছে। কেউ কেউ তাদের পাসপোর্ট এবং ওয়ার্ক পারমিট দেখাতেও অক্ষম কারণ তারা দাবি করেন যে নথিগুলি তাদের নিয়োগকর্তার কাছে জমা রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে পোল্ট্রির বায়োগ্যাসে চলছে শতাধিক পরিবারের রান্নাবান্না  
শ্রীপুরে পোল্ট্রির বায়োগ্যাসে চলছে শতাধিক পরিবারের রান্নাবান্না  

গাজীপুরের শ্রীপুরে পোল্ট্রি খামারের বিষ্ঠা থেকে উৎপাদিত বায়োগ্যাসে শতাধিক চুলায় চলছে রান্নাবান্নার কাজ।

জাল ভোট দেওয়ার চেষ্টা, ৬ মাসের কারাদণ্ড
জাল ভোট দেওয়ার চেষ্টা, ৬ মাসের কারাদণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তার ও জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে মোশাররফ কাজী নামের এক ব্যক্তিকে ছয় মাসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন